Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ক্রাশের নাম বলতে গিয়ে লজ্জায় লাল কারিনা


২৮ আগস্ট ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১৪:১০

প্রথমবারের মতো বিচারকের আসনে বসেছেন বলিউডের কারিনা কাপুর খান। রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শো-তে বিচারকাজ করছেন তিনি। এই কাজের মধ্যেই কিছুটা ঠাট্টা, মজা করা এমনকী স্টেজে ছোট পারফরমেন্স করেন কারিনা।


আরও পড়ুন :  এলআরবি’র ভোকাল মিজান, স্বপন ছাড়া পুরনো কেউ নেই নতুন লাইনআপে


এই শো-তেই একটি এপিসোডে প্রশ্ন উঠেছে, কারিনা কাপুরের প্রথম বলিউড ক্রাশ কে? আর এই প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে ওঠেন কারিনা। বলিউড ক্রাশের নাম জানাতে ভনিতা করেননি তিনি। লজ্জা পেলেও বলে দিয়েছেন তার নাম।

বিজ্ঞাপন

ডান্স ইন্ডিয়া ডান্সের সঞ্চালক করণ ওয়াহি কারিনাকে প্রশ্ন করেন তার প্রথম ক্রাশের ব্যাপারে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে লজ্জায় হেসে ফেলেন কারিনা। তার পর নিজেকে সামলে নিয়ে জানান ‘আশিকি’ ছবির নায়ক ‘রাহুল রায়’ কারিনার প্রথম ক্রাশ। ১৯৯০-এ এই ব্লকবাস্টার ছবিতে রাহুলকে দেখেই তার ভালো লেগেছিল বলে জানান করিনা।

তিনি আরও জানিয়েছেন, ‘আশিকি’ ছবিটি তিনি আটবার দেখেছিলেন। আর এই ছবিটি এত বার দেখার কারণ, আশিকির নায়ক রাহুল।


আরও পড়ুন :  শিল্পকলায় সৃষ্টির আয়োজনে পাঁচ দিনের সমকালীন নৃত্য কর্মশালা


কারিনা বলিউড রাহুল সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর