Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাটরিনার ছবি লিকড!


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

এমন করে আর কে নাচতে পারতেন? দর্শকরা ভাবছেন এমন। লিকড হওয়া ছবি দেখে এমন মনে করছেন ভক্ত-দর্শকরা। ছবিটি ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায় ক্যাটরিনার নাচের দৃশ্য। সেট থেকে চুরি করে ছবিটি তুলেছেন কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়ে গেছে ছবিটি।

আর এই ছবি দেখে সবাই বলছেন নিজের পছন্দের ঢংয়েই আছেন ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে নাচের পোশাক পরে আছেন এই নায়িকা। পোশাক ও সাজ-সজ্জা দেখে অনেকেই ধারণা করছেন, ক্যাটরিনার পছন্দের নাচের ধরন এটি। সিনেমায় অসাধারণ নাচ দেখার অপেক্ষার কথা জানিয়েছেন সবাই।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। ‘ধুম থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য নির্মাণ করছেন ছবিটি। ১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মি হচ্ছে ‘থাগস অব হিন্দুস্থান’।

সারাবাংলা/পিএ/টিএস

ক্যাটরিনা কাইফ থাগস অব হিন্দুস্থান