মিমি, চঞ্চল, সিয়ামকে নিয়ে শুরু হচ্ছে সেলিমের শুটিং
২৫ আগস্ট ২০১৯ ১৬:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০১৯ ১৭:২৫
সোমবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘পাপ-পূণ্য’। এটি গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত তৃতীয় সিনেমা। চাঁদুপরে শুরু হবে ছবির শুটিং।
গিয়াসউদ্দিন সেলিম সিনেমার শুটিং শুরুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সোমবার (২৬ আগস্ট) থেকে শুটিং শুরু করছি। এখানে টানা ১৪ দিন শুটিং করব। এটাই হবে আমাদের সিনেমার প্রথম লটের শুটিং।’
আরও পড়ুন : শুটিং থেকে ‘রিক্সা গার্ল’ এবার পোস্টারে
সেলিম আরও জানান, শুটিংয়ে অংশ নেবেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চুমকি, সিয়াম। মানুষের মৌলিক তারনা সিনেমাটির বিষয়বস্তু।
এই ছবির মাধ্যমে দশ বছর পর সিনেমায় ফিরছেন অভিনেত্রী আফসানা মিমি। তার অভিনীত শেষ সিনেমা ‘প্রিয়তমেসু’। প্রয়াত কাথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।
শুধু তাই নয় এই ছবির মাধ্যমে পরিচালক-অভিনেতা জুটি অর্থাৎ গিয়াসউদ্দিন সেলিম-চঞ্চল চৌধুরী আবার একসঙ্গে কাজ করছেন। ‘মনপুরা’ মুক্তির দশ বছর পর দ্বিতীয়বারের মতো সেলিমের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন চঞ্চল।
আরও পড়ুন : বাউল গানে বঙ্গবন্ধুকে স্মরণ