Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার জন্মদিনে আবেগী প্রিয়াংকা চোপড়া


২৪ আগস্ট ২০১৯ ১৭:১২ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৭:২৩

যে যত বড় তারকাই হোক না কেনো বাবা–মায়ের কাছে সে বরাবরই সেই ছোটই রয়ে যায়। তার বিপরীত ঘটল না ভারতীয় হিন্দি চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার ক্ষেত্রেও। সম্প্রতি বাবা অশোক চোপড়ার জন্মদিন উপলক্ষে প্রিয়াংকা নিজের টুইটারে আবেগী পোস্ট শেয়ার করেন ।


আরও পড়ুন :  পূর্ণিমা নয়, স্বস্তিকায় স্বস্তি পরিচালকের


অভিনেত্রী লিখেছেন, প্রতি বছর এই দিনে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজতাম। কিন্তু আমরা কখনোই তা করতে পারিনি। তুমি সবসময়ই সবকিছু জানতে।

বিজ্ঞাপন

আশাকরি তুমি যেখানেই থাকো না কেনো, সবসময় আমাদের সাথেই থাকো। আমি যা কিছু করি সব কিছুই তোমার অনুপ্রেরনা। আমার যা কিছু পছন্দ তার সব কিছুই তোমার অনুমতি নিয়ে। আমার সাথে যা কিছু ঘটে সব কিছুই তোমার আশীর্বাদের জন্য। শুভ জন্মদিন বাবা। আমি চাই তুমি প্রতিদিন আমাদের সাথে থাকো। আমরা তোমাকে ভালোবাসি।

একই সাথে তিনি ‘কাহা সে লাহি ও জানেমান’ গানের ভিডিও শেয়ার করে লিখেছেন, বাবা সর্বদা এই গানটি মায়ের জন্য গাইতেন।

এদিকে, বিয়ের পর প্রিয়াংকা চোপড়া অভিনীত কোনো ছবি এখন অব্দি মুক্তি পায়নি। তবে সোনালী বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি রয়েছে মুক্তির তালিকায়। এই ছবিতে আরও অভিনয় করেছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।


আরও পড়ুন :  ‘স্বপ্নবাজি’তে চুক্তিবদ্ধ হলেন সিয়াম


প্রিয়াংকা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর