কে হবে মাসুদ রানা? কেউ হবে না ‘মাসুদ রানা’
২২ আগস্ট ২০১৯ ১৬:৪৫ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৯:১৬
বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার ধারাবাহিক ‘মাসুদ রানা’কে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। প্রথম ধাপে মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। ইতিমধ্যে চরিত্রটির স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে স্বত্ব কিনেছে দেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ‘ধ্বংস পাহাড়’ ছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠানটি কিনেছে ভারতনাট্যম ও স্বর্ণমৃগ উপন্যাসের স্বত্ব।
ঠিক এক বছর আগে ছবিটি নিয়ে মানুষের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করতে দেশব্যাপী ‘মাসুদ রানা’কে খোঁজার প্রতিযোগিতা শুরু হয়। আর সেই রিয়েলিটি শো প্রচার হচ্ছে চ্যানেল আইতে। স্পন্সর হিসেবে যুক্ত আছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। গত ২ আগস্ট থেকে চ্যানেল আইয়ে ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শোয়ের প্রচার শুরু হয়।
ধ্বংস পাহাড়, ভারতনাট্যম ও স্বর্ণমৃগ—এই তিনটি উপন্যাসের স্বত্ব ক্রয় করে জাজ মাল্টিমিডিয়া। ছবি: সংগৃহীত
কথা ছিল, রিয়েলিটি শো থেকে প্রথম স্থান অধিকারী সুযোগ পাবেন ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করার। কিন্তু তা আর হচ্ছে না। রিয়েলিটি শোয়ের বাইরে থেকে মাসুদ রানা খোঁজা হচ্ছে।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঋণ খেলাপীর দায়ে কানাডায় পালিয়ে আছেন বলে শোনা যাচ্ছে। আর সেকারণে চ্যানেল আইয়ের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার দূরত্ব তৈরি হয়েছে। এমনকি এই রিয়েলিটি শো নিয়ে কোনো মাথাব্যথাও নেই জাজ মাল্টিমিডিয়ার।
আরও পড়ুন : ছেলে অমিত কুমার লিখবেন কিশোর কুমারের না বলা জীবন
আব্দুল আজিজের অবর্তমানে জাজ মাল্টিমিডিয়ার দেখভাল করছেন প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। সারাবাংলাকে তিনি বলেন, ‘চ্যানেল আইয়ে যে রিয়েলিটি শো হচ্ছে সেটা নিয়ে বলার কিছু নেই। শুনেছি সেটি প্রচার হচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নই যে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করবেন সেটা নিশ্চিত না। ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন সেটা ঠিক করবে সংশ্লিষ্ট টিম। রিয়েলিটি শোয়ের বিজয়ীকে ‘মাসুদ রানা’ চরিত্রে না নিলেও ছবির অন্য চরিত্রে রাখার চেষ্টা করা হবে।’
ইউনিলিভারের সাথে জাজ মাল্টিমিডিয়ার চুক্তি। ছবি: সংগৃহীত
অনুষ্ঠান প্রচারের সময় টিভি পর্দায় সিনেমার পার্টনার হিসেবে ‘জাজ মাল্টিমিডিয়া’র নাম ব্যবহার প্রসঙ্গে খোকন বলেন, ‘জাজের নাম ব্যবহার করে অনেকে সুবিধা নিতে চায়। তাছাড়া এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। কারণ, এই ছেলেগুলো যে স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে।’
প্রতিযোগিতার বিচারক নিয়েও অসন্তুষ্টি রয়েছে জাজ মাল্টিমিডিয়ার। আলিমুল্লাহ খোকন বলেন, ‘মাসুদ রানা খুঁজবে পরিচালক। সেখানে অভিনয়শিল্পীকে দেওয়া হয়েছে বিচারের দায়িত্ব। তারা ‘মাসুদ রানা’ খুঁজে বের করার যোগ্যতা রাখেন বলে মনে করি না।’
এদিকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শোয়ের প্রকল্প অধিকর্তা ইবনে হাসান খানের সঙ্গে। তিনি বলেন, ‘এই রিয়েলিটি শোয়ে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি গাড়ি পাবেন এবং মাসুদ রানা চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন—জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এরকম একটা চুক্তি ছিল। যেহেতু জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে কাছে পাওয়া যাচ্ছে না সেজন্য ইউনিলিভারের সঙ্গে এই রিয়েলিটি শো নিয়ে যে চুক্তিটি হয়েছিল সেটা এখন কার্যত বন্ধ রয়েছে। কারণ, আমরা সবাই জানি জাজ মাল্টিমিডিয়া একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান। সেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যিনি বিষয়টি তত্ত্বাবধায়ন করবেন।’
‘কে হবে মাসুদ রানা’র বিচারক চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
পর্দায় সিনেমা পার্টনার ‘জাজ মাল্টিমিডিয়া’র নাম ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই পর্বগুলো আগেই ধারণ করা হয়েছে। সেজন্য এখন চাইলেও আমি সেটা মুছে দিতে পারি না। সেটা হলে, দর্শকের সাথে প্রতারণা করা হবে।’
ইবনে হাসান খান জানান, চূড়ান্ত প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তার পদবী হবে ‘ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই দ্য হিরো–২০১৯’। অর্থাৎ বাদ যাবে ‘কে হবে মাসুদ রানা’ ট্যাগলাইন। বিজয়ী ছেলেটি একটি গাড়ি ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন। শুধু তাই নয়, চ্যানেল আইয়ের নাটক, টেলিছবিগুলোতেও অভিনয়েরে সুযোগ পাবেন সেই চ্যাম্পিয়ন।
সুতরাং একথা স্পষ্ট যে, মাসুদ রানা খোঁজার যে প্রতিযোগিতা হচ্ছে সেটা থেকে কাউকে মাসুদ রানা চরিত্রে নির্বাচন করা হবে না। বাইরে থেকে ‘মাসুদ রানা’ চরিত্রে কাউকে বেছে নেয়া হবে এবং সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
আরও পড়ুন :
. নেটফ্লিক্সের সুপারহিরো হয়ে আসছেন প্রিয়াংকা
. মেহজাবিন অভিনয় ছাড়বেন, তবে…
. ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ঢাকায় শুক্রবার থেকে
. ‘মানসম্মত ও গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের তাগিদ অনুভব করছি’