Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিণীতির এ কেমন পরিণতি!


২১ আগস্ট ২০১৯ ১২:৫৪ | আপডেট: ২১ আগস্ট ২০১৯ ১২:৫৯

শরীরে কাপড় নেই। বাথটাবে বসা তরুণী। চোখ দুটি আতঙ্কগ্রস্থ। কপালে ক্ষত চিহ্ন। সেই ক্ষত বেয়ে ঝরছে রক্ত। কাঁধেও রক্ত।

স্থিরচিত্রটি প্রথম দেখায় অবাক লাগতে পারে। আবার একটু ভয়ও অনুভব হতে পারে। সেটাই স্বাভাবিক। এরকম ক্ষতবিক্ষত কোনো তরুণীর ছবি দেখলে ঘাবড়ে না গিয়ে ‍উপায় নেই।


আরও পড়ুন :  স্মরণ: রিফিউজি থেকে নায়করাজ রাজ্জাক


তবে খুব বেশি না ঘাবড়ালেও চলবে। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে স্থিরচিত্রের মেয়েটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির প্রথম প্রকাশিত স্থিরচিত্র এটি। পরিনীতি নিজেই ইন্সটাগ্রামে ছবিটি প্রকাশ করেছেন।

ছবির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, এতদিন পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে সবচেয়ে কঠিন চরিত্রে এই মূহূর্তে অভিনয় করছি।

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’—এর হিন্দি রিমেক তৈরি করেছেন পরিচালক ঋভু দাসগুপ্ত। ২০১৬ সালে ছবিটি হলিউডে মুক্তি পায়। হলিউডের ওই সিনেমায় অভিনয় করেন এমিলি ব্লান্ট।


আরও পড়ুন :  সব ঠিক থাকলে ‘শাহেনশাহ’ আসছে ৬ সেপ্টেম্বর


দ্য গার্ল অন দ্য ট্রেন পরিণীতি চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর