Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজলের দ্বিতীয় সিনেমা, সঙ্গে পিয়া বিপাশা


১৯ আগস্ট ২০১৯ ১৭:৩৩

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন সিনেমায়। ছবির নাম ‘জিন’। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিতে সজলের বিপরীতে অভিনয় করবেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। নাটক, মিউজিক ভিভিও এমনকী সিনেমাতেও অভিনয় করেছেন পিয়া।

‘জিন’ ছবিতে সজল-পিয়া’র অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। তিনি জানান, ২৬ আগস্ট থেকে শুরু হবে ছবির শুটিং।

কিন্তু হঠাৎ করে সজলকে নিয়ে সিনেমা করার কারণ জানতে চাইলে খোকন বলেন, ‘আসলে সিনেমায় নতুনত্ব দরকার। আমরা সবসময় দর্শকদের ভিন্ন কিছু উপহার দিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় এবার সজল ও পিয়া বিপাশাকে নিয়ে কাজ করা।’

ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী। ছবিতে আরও একটি জুটি রয়েছে। তারা হলেন রোশান-পুজা। গান ছাড়া অন্য সব দৃশ্যধারণ একটানা শুটিং হবে বলে জানিয়েছেন খোকন।

সজল সিনেমায় আসেন ‘রান আউট’ সিনেমার মাধ্যমে। আর পিয়া বিপাশা অভিনীত প্রথম সিনেমা ‘রুদ্র-দ্য গ্যাংস্টার’।

জিন পিয়া বিপাশা সজল সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর