Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়ের জায়গায় কেমন লাগছে কার্তিককে?


১৯ আগস্ট ২০১৯ ১৫:০৯

ছবি মুক্তি পাবে ২০২০ সালের ৩১ জুলাই। তার জন্য কাজ তো আগেই শুরু করতে হবে। আর সেই কাজ শুরু হয়ে গছে। বলিউড সিনেমা ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়াল ‘ভুল ভুলাইয়া ২’ এর পোস্টার প্রকাশ পেয়েছে।

এক যুগ আগে বলিউডে মুক্তি পায় সাইকলোজিক্যাল থ্রিলারধর্মী ছবি ‘ভুল ভুলাইয়া’। প্রিয়দর্শন পরিচালিত ছবিটিতে তখন অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। সেসময় ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলে।

তবে ছবিটির সিক্যুয়ালে অভিনয় করছেন বলিউডের তরুণ তুর্কী কার্তিক আরিয়ান। অক্ষয়ের মতই তান্ত্রিক রূপে দেখা গেছে কার্তিক আরিয়ানকে। হলুদ বসনে কার্তিককে হঠাৎ করে দেখলে অক্ষয় ভেবে ভুল করতে পারেন অনেকেই। ছবির পোস্টারগুলোর একটি মোশনভিডিও শেয়ার করেছেন তরণ আদর্শ।

ছবির কেন্দ্রীয় চরত্রে অক্ষয় না থাকলেও ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়ালের বিশেষ চরিত্রে থাকবেন তিনি। সিক্যুয়ালে অক্ষয় কুমারের চরিত্রের নাম হবে আদিত্য শ্রীবাস্তব। প্রথম কিস্তিতে এই চরিত্রেই অভিনয় করেছিলেনর তিনি। প্রথমটির মতো দ্বিতীয়টিও পরিচালনা করবেন প্রিয়দর্শন। ছবির সবধরনের পূর্ব প্রস্তুতি শেষ। এখন শুধু দৃশ্যধারণের জন্য অপেক্ষা।

কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর