তিন মাস পর কণ্ঠশিল্পী কনার বিয়ের খবর প্রকাশ
১৫ আগস্ট ২০১৯ ১৪:৫০ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ১৪:৪৩
বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। পাত্র গোলাম মো. ইফতেখার, পেশায় একজন ব্যবসায়ী।
সাত বছর চুটিয়ে প্রেমের পর গত ২১ এপ্রিল পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন মাস পর তাদের বিয়ের খবর প্রকাশ্যে এলো।
এতদিন বিয়ের খবর গোপন রাখার বিষয়ে কনা বলেন, আসলে সবকিছু পারিবারিকভাবে এগোতে চাইছিলাম। আমরা প্রেম করলেও বিয়ে করেছি পারিবারিক সম্মতিতে। তাই খবরটি প্রকাশের উপযুক্ত সময় খুঁজছিলাম।
তিনি আরও বলেন, সবকিছুই যেহেতু পারিবারিকভাবেই হয়েছে সেহেতু পারিবারিকভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে কনা ২০১৬ সালে একবার বলেছিলেন, সে বছরই বিয়ে করছেন তিনি। এমনকি প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছেন। তিন বছর পর ২০১৯ সালে এসে তা সম্পন্ন হলো।