Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে


১৪ আগস্ট ২০১৯ ১৪:৫৯ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ১৫:২৮

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।


আরও পড়ুন :  নিজ দেশে নিষিদ্ধ মিকা সিং


সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন, ফুসফুসে সংক্রমনের কারণে অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় উচ্চ রক্তচাপও রয়েছে। তার অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। স্থিতিশীল অবস্থায় রয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

জানা গেছে, হাসপাতালে চারজনের একটি চিকিৎসকের দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে। বেশ কিছু বছর ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেতা।

সৌমিত্র চট্টোপাধ্যায় উপমহাদেশের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্রে আসেন। ‘অপুর সংসার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করে এখন পর্যন্ত অভিনয় করে চলেছেন।


আরও পড়ুন :  এবার কাশ্মীর নিয়ে সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’


অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর