Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে সারা’র উপহার


১২ আগস্ট ২০১৯ ১৪:০১

আজ সারা আলী খানের জন্মদিন। চব্বিশ বছর পেরিয়ে পঁচিশ বছরে পা দিলেন তিনি। বলিউড তারকা সাইফ আলী খানের মেয়ে সারা ১৯৯৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে সারা তার অনুরাগীদের দিলেন উপহার। নিজের ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তার নতুন ছবি ‘কুলি নাম্বার ওয়ান’—এর পোস্টার। পোস্টার প্রকাশ করে তিনি ক্যাপশনে নিজেকে নিজের জন্মদিরে শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টারে সারা আলী খানের সাথে আছেন বরুণ ধারওয়ানও। মাথায় টুপি পরে কমেডি লুকে বরুণ জড়িয়ে ধরে আছেন সারা আলী খানকে। আর সারা আলী তাকিয়ে আছেন কামনার চোখে।

মজার ব্যাপার হলো, প্রথম ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তি পেয়েছিল সারা’র জন্ম বছরে। প্রথমটির মতো দ্বিতীয়টিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। তবে অভিনয় করছেন না প্রথমটির অভিনয়শিল্পী গোবিন্দ ও কারিশমা কাপুর। আগামী ২০২০ সালের ১ মে ছবিটি মুক্তি পাবে।

কুলি নাম্বার ওয়ান ডেভিড ধাওয়ান বরুণ ধাওয়ান সারা আলী খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর