গেম অফ থ্রোনস শেষ, স্টার ওয়ার্স শুরু!
৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫১
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মুক্তি পেয়েছে স্টার ওয়ার্স সিরিজের শেষ কিস্তি ‘স্টার ওয়ার্স: লাস্ট জেডি’। সব মহলেই প্রশংসিত হয় ২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি। সামনে অসছে নতুন চমক। স্টার ওয়ার্স ইউনিভার্সের নতুন পর্ব আসবে ২০১৯ সালের পর। একটি নয়, নির্মিত হবে তিনিটি পর্ব।
স্টার ওয়ার্সের প্রোডাকশন হাউজ লুকাসফিল্ম সম্প্রতি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে ‘গেম অফ থ্রোনস’-এর স্রষ্টা যুগল কাজ করবেন নতুন পর্ব গুলোতে। কীভাবে?
২০১৯ সালে শেষ হবে ‘গেম অফ থ্রোনস’। তারপরেই স্টার ওয়ার্স ইউনিভার্সে যুক্ত হবেন ‘গেম অফ থ্রোনস’-এর স্রষ্টা যুগল ডেভিড বেনিয়ফ ও ডিবি আইস। চলতি সিরিজ থেকে আলাদা গল্প তৈরি করবেন তারা। অন্যদিকে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’ সিনেমার পরিচালক রিয়ান জনসন পরিকল্পনা করছেন ত্রিলজি নির্মাণের।
বেনিয়ফ ও আইস- দুজনের একটাই বক্তব্য, ‘১৯৭৭ এর সামার থেকে দুর ছায়াপথে চলছে ভ্রমন। আমরা সেই স্বপ্নই দেখছি। কিন্তু এমনভাবে, যা আগে হয়নি।’
বেনিয়ফ ও আইসকে লুকাসফিল্মের প্রেসিডেন্ট ক্যাথলিন কেনেডি এসময়ের সেরা গল্পকার বলে আখ্যায়িত করেছেন।
সারাবাংলা/পিএ