Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার থ্রিলার ছবিতে নুসরাত ফারিয়া


৯ আগস্ট ২০১৯ ১৮:০১

নুসরাত ফারিয়া। ছবি: আশীষ সেনগুপ্ত

কিছুদিন আগেই কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’ শেষ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। কলকাতা ও বাংলাদেশে ছবিটি মুক্তিও পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই কলকাতায় আরও একটি সিনেমায় যুক্ত হলেন তিনি।

কলকাতায় নুসরাত ফারিয়ার এবারের মিশন থ্রিল নিয়ে। অর্থাৎ থ্রিলার ছবিতে অভিনয় করবেন তিনি। ছিবিতে তার নায়ক দীর্ঘদিনের বন্ধু ও তিন সিনেমার সহশিল্পী অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘ভয়’। খবর ভারতীয় গণমাধ্যমের।

বিজ্ঞাপন

থ্রিলারধর্মী এই ছবিতে অঙ্কুশ এক সফল সাঁতারুর কোচ। তারই প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীরা দেশে-বিদেশে সুনাম অর্জন করুক, এটাই স্বপ্ন অঙ্কুশের। কিন্তু তার সফল জীবনে নেমে আসে কীসের ভয়?

ছবিতে নায়কের বোন অটিজ়মের শিকার। বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নুসরত ফারিয়া। ভয়ের আতঙ্ক থেকে কীভাবে নায়িকা মুক্ত করল নায়ককে, তারই গল্প দেখা যাবে বড় পদর্তায়।

গল্পটির রচয়িতা এবং চিত্রনাট্যকার রাজা চন্দ। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে শুটিং।

অঙ্কুশ কলকাতা নুসরাত ফারিয়া ভয়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর