Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইন প্ল্যাটফর্ম কারখানা এন্টারটেইমেন্ট যাত্রা শুরু


৯ আগস্ট ২০১৯ ১৫:৩০

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন ইউটিউব চ্যানেল কারখানা এন্টারটেইনমেন্ট। বৃহস্পতিবার (৮ আগস্ট) কারখানা প্রোডাকশনের অফিসে এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

নির্মাতা শরাফ আহমেদ জীবন কারখানা এন্টারটেইমেন্টের কর্ণধার। বৃহস্পতিবার  রাতে জীবনের মেয়ে ধ্রুপদি গীতিকা এবং ছেলে ঋদ্ধ আয়ুষ্মান কেক কেটে এর উদ্বোধন করে।

এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ইয়াশ রোহান, নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সময় শরাফ আহমেদ জীবন বলেন, ‘কারখানা এন্টারটেনইমেন্ট মূলত বিনোদন নির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সবধরনের কনটেন্ট থাকবে।’

কারখানা এন্টারটেইনমেন্টের প্রথম কনটেন্ট হিসেবে নির্মিত হয়েছে ‘ভূত হইতে সাবধান’ নামের একটি নাটক। এতে অভিনয় করেছেন, মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবীর, হুমায়ূন সাধু, কচি খন্দকারসহ অনেকে।

নাটকটি ঈদের তৃতীয় দিন নাগরিক টিভিতে রাত ১০ টায় প্রচারিত হবে। তারপর আইফ্লিক্স ও কারখানা এন্টারটেইনমেন্টে দেখা যাবে।

শরাফ আহমেদ জীবন বলেন, ‘খুব তাড়াতাড়ি আমরা নতুন প্রোডাকশনে হাত দেব। এরইমধ্যে আমাদের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ঈদের পরপরই কাজে নেমে পড়ব।’

এছাড়াও অন্য কোনো নির্মাতা বা প্রতিষ্ঠানের নির্মিত কনটেন্ট কারখানা এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ ও প্রচার করা যাবে বলে জানান প্ল্যাটফর্মটির স্বত্বাধিকারী শরাফ আহমেদ জীবন।

অনলাইন প্ল্যাটফর্ম কারখানা এন্টারটেইনমেন্ট শরাফ আহমেদ জীবন