Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একদিন বৃষ্টির শহরে’- রাজিবের নতুন গান


৯ আগস্ট ২০১৯ ১৩:৫২

প্রিয়জনের সঙ্গে বৃষ্টিতে ভেজা, হাতে হাত রেখে শহর পরিভ্রমণ, মেঘলা দুপুরে শঙ্খচিলের মতো ডানা মেলে আকাশে উড়ার বাসনা এমনই গীতিগল্প ওঠে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা রাজিবের নতুন গানে; যার শিরোনাম ‘একদিন বৃষ্টির শহরে’।

‘একদিন বৃষ্টির শহরে/ হাঁটবো দু’জন হাত ধরে/ একদিন জানালা ফুঁড়ে/ মেঘের দুপুরে, উড়বো শঙ্খচিল…’ এমনই কথায় সাজানো গানের গল্প।  নন্দিত কবি ও কথাসাহিত্যিক মুস্তাফিজ শফির লেখা এই গীতিকবিতায় সুর সংযোজন করেছেন লুৎফর হাসান।  সংগীতায়োজন করেছেন মার্সেল।  আসছে ঈদে অডিও ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সংগীত ভুবনে গীতিকবি হিসেবে পা রাখা প্রসঙ্গে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘আমার কবিতায় সুরারোপ করে এর আগেও অনানুষ্ঠানিকভাবে অনেকে গেয়েছেন। তবে একটি গান নিয়ে এরকম আয়োজন এটাই প্রথম।  বৃষ্টি নিয়ে প্রতিটা মানুষের মনের ভেতরেই কিছু কল্পনা আছে। এই গানের কল্পনার সঙ্গে অনেকের কল্পনা মিলে যাবে এটা বলাই যায়।’

‘একদিন বৃষ্টির শহরে’ গান নিয়ে কণ্ঠশিল্পী রাজিব বলেন, ‘অনেকদিন পর এমন একটি গানে কণ্ঠ দিলাম, যার কথা ও সুরে শ্রোতা বৈচিত্র খুঁজে পাবেন। গানের কথায় মিশে আছে এমন কিছু দৃশ্য যা বাস্তব করে তোলার ইচ্ছা অনেকের মনের মধ্যে থাকে। এ ধরনের গীতিকথার সঙ্গে যে মেলেডি থাকা উচিত ঠিক সেটাই তুলে ধরেছেন সুরকার লুৎফর হাসান ও সংগীতায়োজক মার্শাল।’

একদিন বৃষ্টির শহরে গান মুস্তাফিজ শফি রাজীব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর