এপ্রিলে অঞ্জনের প্রথম সিনেমার শুটিং
৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
অনেক তো নাটক হলো। নাট্যনির্মাতা অঞ্জন আইচ এবার নির্মাণ করবেন চলচ্চিত্র। চলতি মাসেই সিনেমার ঘোষণা দেবেন অঞ্জন আইচ। সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম দিন থেকে শুটিংয়ে নামবেন অঞ্জন ও তার টিম।
‘অনেকদিন থেকেই তো ভাবছি চলচ্চিত্র বানাবো। এবার সেই স্বপ্ন পূরণের পথে। নারীবাদি গল্প আমার প্রথম সিনেমার প্লট। ফেব্রুয়ারিতে এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবো। অনেক বড় বাজেট নিয়ে সিনেমাটি শুরু করতে যাচ্ছি।’ সিনেমা নির্মাণ বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন অঞ্জন আইচ।
ছবিটি প্রযোজনা করছে কথক মাল্টিমিডিয়া। এটি তাদের সিনেমায় প্রথম প্রযোজনা। এরই মধ্যে আন্তর্জাতিক ডিস্ট্রিবিশন চ্যানেলের সঙ্গে কথা বলেছেন পরিচালক ও প্রযোজক। ১৫টি দেশে ছবিটি মুক্তির ব্যাপারে কথা হয়েছে তাদের।
ছবির কাহিনী, চিত্রনাট্য করেছেন অঞ্জন আইচ নিজেই। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। অভিনয়শিল্পীরা চূড়ান্ত হলেও মহরতে সেই চমক দিতে চান পরিচালক। তবে ছবিতে সব দেশের শিল্পীরা থাকছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
অঞ্জন আইচ এখন ব্যস্ত রয়েছেন নাটক নির্মাণে।
সারাবাংলা/পিএ