Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন ও ক্যারিয়ারের গল্প বলবেন মৌ


৮ আগস্ট ২০১৯ ১৮:১২ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১৮:২০

ত্রিশ বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সাদিয়া ইসলাম মৌ মডেলিং জগতে পা রেখেছিলেন। তখন তিনি ক্লাস সেভেন বা এইটে পড়েন। এত বছর পরেও এখনো মৌ সমান জনপ্রিয়। পরবর্তী যুগে প্রায় সব মডেলের আদর্শ হয়ে আছেন তিনি।


আরও পড়ুন :  ঈদের দশ দিন রান্নাঘরে থাকবেন মৌসুমী!


সে সময় বিজ্ঞাপনচিত্রের জন্য রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। শুধু মডেলিংয়ে নয়, মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে নাচের মঞ্চেও অভিষেক হয়েছিল তার। সে সময় নাচ করতে না চাইলেও পরবর্তীতে নাচ-ই হয়ে যায় মৌয়ের ধ্যান-জ্ঞান।

বিজ্ঞাপন

সময়ের পরিক্রমায় ১৯৯৫ সালের ৩ জুলাই ‘অভিমানে অনুভবে’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনেও যাত্রা শুরু হয় তার। বর্ণাঢ্য ক্যারিয়ারের এই গল্পগুলো নিয়েই মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘স্টার নাইট’-এ অতিথি হয়েছেন সাদিয়া ইসলাম মৌ।

মৌ’কে সারপ্রাইজ দেবার জন্য ‘স্টার নাইট’-এ দেখা যাবে তার পরিবার, সহকর্মীদের।

মারিয়া নূরের উপস্থাপনায় রুম্মান রশীদ খান-এর গ্রন্থনায়, অজয় পোদ্দার-এর প্রযোজনায় ‘স্টার নাইট’ প্রচারিত হবে ঈদের দিন (১২ আগষ্ট) রাত ৮টায়।


আরও পড়ুন :  

.   আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’ স্থাপনের কাজ শুরু

.   ‘২২ শে শ্রাবণ’র সূত্র ধরে ‌‘দ্বিতীয় পুরুষ’

.   শাকিব খানের ঈদের ছবির প্রথম ঝলক

.   পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যার


কর্ম গল্প জীবন সাদিয়া ইসলাম মৌ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর