Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যা সন্তানের বাবা হলেন ইরেশ যাকের


৭ আগস্ট ২০১৯ ১৪:২৬ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৪:৫৬

অভিনেতা ইরেশ যাকের বাবা হয়েছেন। বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ইরেশের স্ত্রী মিম রশিদ। কন্যার নাম রাখা হয়েছে মেহা রশিদ যাকের।


আরও পড়ুন :  আসিফ এবার ‘দেবদাস’


সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী, কন্যা এবং নিজের ছবি প্রকাশ করেছেন ইরেশ। সেখানে নিজের কিছু অনুভূতির কথাও লিখেছেন তিনি। ইরেশ জানিয়েছেন, এরই মধ্যে পৃথিবীকে তাদের জন্য অত্যন্ত আনন্দের করে তুলেছে ইরেশ-মিমের জীবনে আসা নতুন এই সদস্য।

বিজ্ঞাপন

ইরেশ জানিয়েছেন স্ত্রী-কন্যা দুজনেই ভালো ও সুস্থ আছেন। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইরেশ যাকের ও মিম রশিদ।

টিভি এবং চলচ্চিত্রে নিয়মিতই কাজ করেন ইরেশ যাকের। এছাড়াও তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (টেলিপ্যাব) বর্তমান সভাপতি। তার বাবা আলী যাকের এবং মা সারা যাকের দুজনই দেশের প্রখ্যাত অভিনয়শিল্পী। ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে তিনি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


আরও পড়ুন :  অবশেষে স্বপ্নপূরণ


ইরেশ যাকের কন্যা সন্তান মিম রশিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর