Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ বছর পর পরিচালনায় ফিরলেন সি.বি. জামান


৫ আগস্ট ২০১৯ ২০:১৫ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ২১:৩৪

রোববার (৪ আগষ্ট) অনাড়ম্বর পরিবেশে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল এর ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রের পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা ও পরিচালক সি.বি. জামান। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন তিনি।

চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন সি.বি. জামান এবং এসএইচকে গ্লোবাল এর চেয়ারম্যান শামস হাসান কাদির। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্পী বিশ্বাস এবং সি.বি. জামান এর ছেলে সি.এফ. জামান।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  যেসব রিমেক ছবি আসছে বলিউডে


সিনেমাটি নিয়ে পরিচালক সি.বি. জামান বলেন, ‘আমার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি কুসুম কলি, যেটা ১৯৯০ সালে মুক্তি পেয়েছে। এরপর অনেক প্রযোজকই আমার কাছে এসেছে ছবি বানানোর জন্য তবে সেগুলির গল্প এবং প্ল্যান আমার পছন্দ না হওয়ার কারণে এতদিন ছবি পরিচালনা করিনি।’

এসএইচকে গ্লোবাল এর চেয়ারম্যান শামস হাসান কাদির বলেন, ‘গুণিজনদের সম্মান জানানোর ধারা বজায় রাখার প্রথম প্রয়াস হিসেবে সি.বি. জামান স্যারকে আমাদের চলচ্চিত্রের পরিচালক হিসেবে অন্তর্ভূক্ত করা।’

সি.বি. জামান নিজের ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৬টি ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  

.   এককালের আব্দুল জলিল-খাদিজা এখনকার অনন্ত-বর্ষা

.   ঈদে ‘ম্যানেজ মকবুল’ হয়ে আসছেন জাহিদ হাসান

.   বাবার হাত ধরে বলিউডে ছেলের অভিষেক

.   নির্বাচন ঘিরে প্রদর্শক সমিতিতে দ্বন্দ্ব

.   ‘জি-সিরিজ’, ‘অগ্নিবীণা’র দুই শতাধিক গান প্রকাশ

.   আশরাফ শিশির নির্মাণ করলেন প্রথম টিভি ফিকশন

.   কপিলের প্রথম বেতন ছিল মাত্র ১৫০০!

.   ভেজাল সচেতনতায় ‘চিনিবাবা’


পরিচালনা সি.বি. জামান সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর