Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার হাত ধরে বলিউডে ছেলের অভিষেক


৫ আগস্ট ২০১৯ ১৬:৪২ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৭:৪৩

আশির দশকে বলিউডের জনপ্রিয় গান ‘পাল পাল দিল কে পাস’। কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন ধর্মেন্দ্র। তখনকার তরুণ-তরুণীদের কাছে গানটি হয়ে উঠেছিল যেন ‘লাভ-অ্যান্থেম’। এবার গানে নয়, ছবির হাত ধরে ফিরছে ‘পাল পাল দিলকে পাস’।


আরও পড়ুন :  নির্বাচন ঘিরে প্রদর্শক সমিতিতে দ্বন্দ্ব


ছবির নাম ‘পাল পাল দিল কে পাস’। কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সানি দেওলের পুত্র তথা ধর্মেন্দ্রর নাতি করণ দেওল। ছবিটি পরিচালনা করবেন সানি দেওল নিজেই। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন করণ। করণের বিপরীতে রয়েছেন নবাগতা সাহের বাম্বা। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির প্রথম টিজার।

বিজ্ঞাপন

বেশ কয়েক দিন ধরেই বলি মহলে এই ছবি নিয়ে নানা গুঞ্জন চলছিল। এর আগে রাজ্যসভায় গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে সানি দেওল এই ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর হলে মুক্তি পাবে এই ছবি।

টিজার দেখেই আন্দাজ করা যায়, রোমান্টিক ড্রামা-ই হতে চলেছে এই ছবি। করণ-সাহেরের কেমিস্ট্রি মন কেড়েছে অনেকেরই। জনপ্রিয়তার নিরিখে যে উত্তরাধিকারের সূচনা করেছিলেন ধর্মেন্দ্র, নাতি করণ কি পারবেন তা বজায় রাখতে? আপাতত তারই অপেক্ষায় দর্শকরা।


আরও পড়ুন :  

.   ‘জি-সিরিজ’, ‘অগ্নিবীণা’র দুই শতাধিক গান প্রকাশ

.   আশরাফ শিশির নির্মাণ করলেন প্রথম টিভি ফিকশন

.   কপিলের প্রথম বেতন ছিল মাত্র ১৫০০!

.   ভেজাল সচেতনতায় ‘চিনিবাবা’


করণ দেওল বলিউড সালি দেওল সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর