আশরাফ শিশির নির্মাণ করলেন প্রথম টিভি ফিকশন
৫ আগস্ট ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৫:১৫
ঈদুল আজহা উপলক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির নির্মাণ করেছেন তার প্রথম টিভি ফিকশন। ফিকশনটির নাম ‘হৃদয়ের চিলেকোঠায়’।
আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় থ্রিলারধর্মী এই ফিকশনে উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, মহামারীর মত ছড়িয়ে যাওয়া সন্দেহ-গুজব। যান্ত্রিক নগরে কর্পোরেট কালচার আর অব্যক্ত প্রেমের গল্পও আছে এতে।
আরও পড়ুন : কপিলের প্রথম বেতন ছিল মাত্র ১৫০০!
পরিচালক আশরাফ শিশির বলেন, ‘এটা একটা টেস্ট কেস বলা যেতে পারে। কিছু কিছু গল্প থাকে, যা আসলে বড় ক্যানভাসের চলচ্চিত্রের জন্য নয়। ছোট আঙ্গিকে সেইসব গল্প বলা যেতে পারে। আর তা নিয়ে দর্শকের কাছে পৌঁছে যাওয়া যেতে পারে টেলিভিশন বা অনলাইনের মাধ্যমে। সেরকম কিছু বিষয় নিয়ে ফিকশন তৈরি করেছি।’
এতে অভিনয় করেছেন আয়শা মুক্তি, শাহজাহান সম্রাট, কাজী রাজু, আব্দুর রহমান রাজীব, এসএম সজীব, শাফিয়ার রহমান, মানতাহা, জিয়াসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ফিল্মস্। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এই ফিকশন।
আরও পড়ুন : ভেজাল সচেতনতায় ‘চিনিবাবা’