‘মানি হায়েস্ট’ সিরিজকে সিনেমা বানাবেন শাহরুখ খান
৪ আগস্ট ২০১৯ ১৭:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৮:০১
‘জিরো’ সিনেমার পর কিছুটা বিরতিতে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এই বিরতি অভিনয়ের। চলচ্চিত্র থেকে বিরতি নেননি তিনি। এখন অভিনয় না করলেও, ভাবছেন প্রযোজনা নিয়ে।
আর তাই প্রযোজনাসহ অনলাইন প্ল্যাটফর্মের দিকে নজর দিয়েছেন শাহরুখ খান। একই সঙ্গে তার প্রোডাকশন হাউজ রেড চিলিসও করছে নানারকম পরিকল্পনা।
আরও পড়ুন : আতিকের নতুন ছবির পোস্টার ফাঁস, ছবির মুক্তি এ বছরেই
এবার নতুন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর। তারা জানিয়েছে শাহরুখ নতুন একটি সিনেমা প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি শাহরুখ অ্যাডাপ্ট করছেন নেটফ্লিক্স থেকে। নেটফ্লিক্সের সেই স্প্যানিশ সিরিজটির নাম ‘মানি হায়েস্ট’।
সূত্র জানাচ্ছে, শাহরুখ খান মানি হায়েস্ট সিরিজটির হিন্দি সংস্করন তৈরি করতে চাচ্ছেন। তিনি নিজে এই সিরিজটির ভক্ত। তাই শাহরুখ চাইছেন সিরিজটির অবলম্বনে ভারতের মতো করে একটি সিনেমা নির্মাণ করতে।
সিনেমায় কি শাহরুখ অভিনয় করবেন? বর্তমানে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানিয়েছে, শাহরুখের অভিনয় করার বিষয়ে এখনো কোনো পরিস্কার তথ্য পাওয়া যায়নি। এমন অবস্থায় শাহরুখকে কেবল প্রযোজকই বলতে হবে। তবে শাহরুখ এখন তার প্রোডাকশনে অন্য কাউকে সুযোগ করে দিতে পছন্দ করছেন।
আরও পড়ুন :
. ছবি প্রচারণায় ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেলো ‘দেবী’
. নতুন গুজবে বিদ্যা
. ‘স্ক্রিনশট’ আতঙ্কে অপূর্ব-সাবিলা
. মিশন মঙ্গলের প্রোমোতে অক্ষয়ের বাংলা আবৃত্তি