Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশন মঙ্গলের প্রোমোতে অক্ষয়ের বাংলা আবৃত্তি


৪ আগস্ট ২০১৯ ১২:০৪ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৩:৫১

অক্ষয় কুমার তার পরবর্তী ছবি ‘মিশন মঙ্গল’ নিয়ে ভালোই মাঠ গরমের প্রস্তুতি নিয়েছেন। তার আঁচ পাওয়া যাচ্ছে ছবিটির ব্যতিক্রমধর্মী প্রোমোতে। ইতিমধ্যে ছবিটির বেশ কিছু প্রোমো প্রকাশিত হয়েছে। একটি প্রোমোর ব্যাকগ্রাউন্ডে অক্ষয় কুমারকে বাংলায় বাংলা কবিতা আবৃত্তি করতে শোনা গেলো। কবিতার নাম ‘ইয়ে সিঁদুর’।


আরও পড়ুন :  শ্রাবন্তী ফিরছেন ঢালিউডে


প্রোমোটি টুইটারে অক্ষয় নিজেই শেয়ার করে লিখেছেন, ‘বিজ্ঞানের ভাষা সর্বজনীন। এর কোনও ধর্ম, বর্ণ, লিঙ্গ ও সীমানা নেই।’ অক্ষয় আরও লিখেছেন, ‘বাংলা উচ্চারণে কোনও ভুল হলে ক্ষমা করে দেবেন।’

বিজ্ঞাপন

আপলোডের পরপরই অক্ষয়ের এই ভিডিও যথরীতি ভাইরাল।

স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘মিশন মঙ্গল’।

বাংলার পাশাপাশি মিশন মঙ্গল প্রচারের এই বিশেষ ভিডিয়ো প্রকাশিত হয়েছে গুজরাতি, মরাঠি, আর পঞ্জাবি ভাষাতে।


আরও পড়ুন :  বরাবরের মতো এই ঈদেও গাইবেন মাহফুজুর রহমান


অক্ষয় কুমার প্রোমো বলিউড বাংলা আবৃত্তি মিশন মঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর