বরাবরের মতো এই ঈদেও গাইবেন মাহফুজুর রহমান
৩ আগস্ট ২০১৯ ১৭:০৪ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৭:১০
গেলো কয়েক বছরের ধারাবাহিকতা বজায় থাকছে এবারও। এটিএন বাংলার ঈদুল আযহার অনুষ্ঠানমালায় থাকছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘একইতো আকাশ দেখি’। প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ১০টা ৩০ মিনিটে।
আরও পড়ুন : আঁখি ছলছল শাকিব–বুবলী
মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানীর ঈদে প্রথম একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়।অনুষ্ঠানের নাম ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এরপর ধারাবাহিকভাবে প্রতি ঈদেই তার একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হয়ে আসছে।
এবারের অনুষ্ঠানে মাহফুজুর রহমানের কন্ঠে মোট ১০টি গান থাকছে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।
উল্লেখ্য ড. মাহফুজুর রহমানের গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায়।
আরও পড়ুন :
. কুসংস্কারবিরোধী ওয়েব সিরিজ ‘জাল ভেজাল’
. হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করতে চান নুসরাত ফারিয়া
. মুখোমুখি আমির-অক্ষয়
. নোবেল বিতর্কে মুখ খুললেন শ্রীকান্ত আচার্য
. বাইশে শ্রাবণ স্মরণে ‘সমুখে শান্তি পারাবার’