Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করতে চান নুসরাত ফারিয়া


৩ আগস্ট ২০১৯ ১৫:০১ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৬:২৭

বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ইতিমধ্যে দেশীয় চলচ্চিত্রে নিজের শক্ত জায়গা করে নিয়েছেন। দেশের পাশাপাশি কলকাতায়ও বেশ জনপ্রিয় তিনি। টলিউডের অনেক জনপ্রিয় অভিনেতার বিপরীতে কাজ করেছেন তিনি। তবে, নুসরাত ফারিয়া স্বপ্ন আসলে ভিন্ন। সুযোগ পেলে তিনি বলিউড তারকা হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করতে চান।


আরও পড়ুন :  মুখোমুখি আমির-অক্ষয়


হ্যাঁ, নুসরাত ফারিয়া নিজেই তার এই স্বপ্নের কথা জানিয়েছেন। ঈদের জন্য ধারণ করা একটি সেলিব্রেটি শোতে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের নাম ‘ম্যাড ক্যাফে’। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নুসরাত ফারিয়া তার জীবনের নানা বিষয় নিয়ে মনের আগল খুলেছেন। জানিয়েছেন নানা অজানা কথা। একই সঙ্গে বলেছেন নিজের স্বপ্নের কথা।

ধারণকৃত আড্ডা অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেছেন, একবার এক জ্যোতিষী আমাকে নিয়ে বলেছিলেন, আমি যদি কোনো কাজ নূন্যতম সত্তর ভাগ মন দিয়ে করি, সে কাজটি সফল হবেই হবে। কথাটি শুনে ভালো লাগলেও সেই মুহূর্তে অতটা গুরুত্ব সহকারে নেইনি। তবে আজ বুঝতে পারছি, ওটাই সত্য। আমি এখন পর্যন্ত যে কাজটি বিশ্বাস করিনি কিংবা মন দিয়ে করতে পারিনি, সেটিই ব্যর্থ হয়েছে।

‘ম্যাড ক্যাফে’র নুসরাত ফারিয়ার পর্বটি মাছরাঙা টেলিভিশনে ঈদের ২য় দিন রাত ৮টায় প্রচারিত হবে। তানভীর হোসেন প্রবাল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।


আরও পড়ুন :  

.   নোবেল বিতর্কে মুখ খুললেন শ্রীকান্ত আচার্য

.   বাইশে শ্রাবণ স্মরণে ‘সমুখে শান্তি পারাবার’


ঈদ টক শো নুসরাত ফারিয়া মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর