Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একে অপরকে প্রশ্নোত্তরের ফাঁদে ফেলবেন ‘অনন্ত-বর্ষা’


২ আগস্ট ২০১৯ ১৫:৩৮

অনন্ত ও বর্ষা- এই দুই অভিনয়শিল্পী দারুণ জনপ্রিয়। বাংলাদেশের চলচ্চিত্রে তারো এখন ভিন্ন এক ঘরানা তৈরি করে ফেলেছে। দর্শরা সেটি গ্রহণ করেছে আনন্দ নিয়ে।

যেখানেই অনন্ত-বর্ষা, সেখানেই দর্শকদের বাড়তি আগ্রহ। তাই এই দুইশিল্পী থাকেন কিছুটা নিভ্রিতেই। শুটিং আর বিশেষ দিবস ছাড়া বাইরে তেমন একটা দেখা যায় না এই জুটিকে।

আসছে ঈদুল আজহা। উৎসবকে কেন্দ্র করে দর্শকদের সামনে আসছেন তারা। তাও আবার একেবারে ভিন্ন ভাবে। ঈদের একটি অনুষ্ঠানে তাদের দেখা যাবে উপস্থাপক এবং অতিথি হিসেবে।

অর্থাৎ অনুষ্ঠানটিতে অনন্ত একবার হবেন উপস্থাপক, প্রশ্ন করবেন বর্ষাকে। আবার বর্ষা উপস্থাপক হয়ে প্রশ্ন করবেন আনন্তকে। অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন চিত্রনায়িকা বর্ষা, সেখানে তার অতিথি হিসেবে অনন্ত কথা বলেন ছোট বেলার ঈদ, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া নিয়ে।

পাশাপাশি কথা বলেন অনন্ত-বর্ষার প্রতীক্ষিত সিনেমা ‘দিন- দ্য ডে’ নিয়ে। এরপরের ধাপে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন অনন্ত এবং অতিথি হিসেবে কথা বলেন বর্ষা।

আসছে ঈদুল আজহার প্রথম দিন রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল শোবিজ টুনাইট’ অনুষ্ঠানে এভাবে দেখা মিলবে তাদের।

অনন্ত-বর্ষা ঈদ অনুষ্ঠান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর