Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে আবারও ‘স্বামী’ হচ্ছেন যীশু সেনগুপ্ত


১ আগস্ট ২০১৯ ১৭:০৯

সময়ের সাথে সাথে কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত পরিচালকদের ভরসার পাত্রে পরিণত হয়েছেন। টালিগঞ্জ চলচ্চিত্রে তিনি বর্তমান সময়ে দারুণ সব সিনেমায় অভিনয় করছেন। কুঁড়িয়ে চলেছেন সুনাম। শুধু টালিগঞ্জ নয়, বলিউড চলচ্চিত্রেও যীশু সেনগুপ্ত নিজের জাত চেনাচ্ছেন। আজকাল মাঝে মধ্যেই বলিউড পাড়ায় ডাক পড়ছে তার।

এই তো কয়েক মাস আগে যীশু অভিনীত ‘মণিকর্নিকা’ ছবিটি মুক্তি পায়। সেখানে তিনি অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউতের স্বামীর চরিত্রে। তার অভিনয় প্রশংসিত হয়েছিল বোদ্ধা মহলে।

বিজ্ঞাপন

আবারও তিনি অভিনয় করতে চলেছেন বলিউড ছবিতে এবং স্বামীর চরিত্রে। ভারতীয় গণিতবিদ ও লেখিকা শকুন্তলা দেবীর জীবনি অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক। আর সেই ছবিতেই দেখা যাব যীশুকে। এতে শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান।

ছবিতে আইএএস অফিসার পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যীশু। পরিতোষ বন্দ্যোপাধ্যায় হলেন শকুন্তলা দেবীর স্বামী। খবর ওয়ান ইন্ডিয়ার।

১৯৬০ সালের প্রেক্ষাপটে এই ছবি নির্মিত হবে। লন্ডন থেকে ফেরার পর শকুন্তলার জীবনে কী কী ঘটে যায় সেই নিয়েই ছবির কাহিনী।

এদিকে যীশু বর্তমানে মহেশ ভাট পরিচালিত ‘সাড়ক ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছে। এই ছবিতে আরও অভিনয় করছেন পূজা ভাট ও আলিয়া ভাট, সঞ্জয় দত্ত।

বায়োপিক বিদ্যা বালান যীশু সেনগুপ্ত শকুন্তলা দেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর