Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিও চাইব পর্দায় শাকিব খানের উপস্থিতি বেশি থাকুক: জাহারা মিতু


৩১ জুলাই ২০১৯ ১৭:০৯ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ২৩:১৭

জাহারা মিতু। ছবি: ফেসবুক

ঢাকাই ছবির নতুন নায়িকা জাহারা মিতু। মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা মিতু আরও বেশি পরিচিত হয়ে উঠেছেন উপস্থাপনা করে। আর এবার তিনি নাম লিখিয়েছেন সিনেমায়। ‘আগুন’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আর প্রথম ছবিতেই শাকিব খান থাকছেন নায়ক হিসেবে। সেকারণে মিতুর মনে বইছে আনন্দের স্রোত।

সেই স্রোত মাঝে মধ্যে তাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে আলতো করে। শাকিব খানের সাথে সিনেমায় অভিষেক, নিজের ক্যারিয়ার আর অনুভূতির কথা জানালেন সারাবাংলার কাছে। তার কথা শুনেছেন রেজওয়ান সিদ্দিকী অর্ণ

বিজ্ঞাপন

আপনাকে নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। কেমন উপভোগ করছেন?
আমি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম সরব নই। একটি ফেসবুক আইডি থাকলেও নিজে চালাই না। সত্যি বলতে এই মাধ্যমটি থেকে দূরে থাকতে চাই। কারণ, আমি সকল আলোচনা সমালোচনা এড়িয়ে চলতে চাই।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, উপস্থাপনা এবং সবশেষ সিনেমা—এই যাত্রাটা কেমন ছিল ?
সময় খুব দ্রুত চলে যায়। এই তো সেদিন মিডিয়াতে পা রাখলাম। আর এখন সিনেমায়। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো। তবে একটু নার্ভাস লাগছে এখন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়া, উপস্থাপনা করার চেয়ে সিনেমাটা কঠিন কাজ মনে হচ্ছে এখন। এখানে নিজেকে প্রমাণের অনেক সুযোগ থাকে। দায়সারা কাজ করা যায় না।

তুলনামূলকভাবে দ্রুতই চলচ্চিত্রে পা রাখলেন। এত দ্রুত স্বপ্ন ছুঁয়ে ফেলা কতটা ইতিবাচক বলে মনে করেন?
এসব নিয়ে আমি মোটেই ভাবি না। যখন যে কাজটা মনে হয় আমার জন্য ভালো তখন সে কাজটা করে ফেলি। ভালো সিনেমার প্রস্তাব পেয়েছি বলেই কিন্তু আমি সিনেমায় অভিনয় করছি। যদি আরও পরে ভালো ছবির প্রস্তাব পেতাম তাহলে আরও পরে অভিনয় করতাম। তখন কিন্তু এই প্রশ্নটা করতে পারতেন না।

বিজ্ঞাপন

‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শাকিব খান। ছবি: সংগৃহীত


সিনেমায় টিকে থাকার লড়াই বেশ কঠিন। এই লড়াই সম্পর্কে আপনি কী অবগত?
ওই যে বললাম,আমি এসব নিয়ে কিছু ভাবি না। আজকে আমি যে কাজটা করছি সেটা যদি ভালোভাবে করতে পারি তাহলে আমার ভবিষ্যতের জন্য ভালো। আর যদি ভালো কাজ না করতে পারি তাহলে ভবিষ্যতে আমি ভালো জায়গায় পৌঁছাতে পারব না। তাই, সামনে কী হবে সেটা বর্তমানে ভেবে মন খারাপ করার কোনো মানে হয় না। আমি বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি।


আরও পড়ুন :  ঢাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবি


প্রথম ছবিতে শাকিব খান; কোনো রকম ফ্যান্টাসিতে ভুগছেন?
এখানে ফ্যান্টাসির কিছু নেই। তবে হ্যাঁ, আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। ক্যারিয়ারের প্রথম ছবিতেই শাকিব খানের মতো একজন নায়কের বিপরীতে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। শাকিব খানও আমাকে খুব আন্তরিকভাবে সিনেমায় স্বাগত জানিয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি কাজ হবে, আমার বিশ্বাস।

যতদূর জেনেছি এই ছবিতে প্রথমে আপনার চরিত্র ছিল সাংবাদিকের, পরে সেটা পরিবর্তিত হয়ে ছাত্রী চরিত্রে পরিণত হয়েছে। এই ধরনের চরিত্র বড্ড ক্লিশে বলে মনে হয় কী?
দেখুন, সিনেমার চরিত্র সব ঘুরেফিরে একই হয়ে থাকে। শুধুমাত্র সেই চরিত্রগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। চরিত্র একই ধরনের হলেও একজন অভিনয়শিল্পী সেটাতে কতটা ভিন্নভাবে ফুঁটিয়ে তুলতে পারেন, সেটাই বড় বিষয়। আমি যেহেতু ছাত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সেহেতু চেষ্টা করব ভালো অভিনয় করতে।

ভিন্নরকম লুকে জাহারা মিতু। ছবি: ফেসবুক


শাকিব খানের ছবিতে সাধারণত নায়িকাদের অভিনয়ের সুযোগ কম থাকে। সেক্ষেত্রে আপনার কতটা অভিনয়ের সুযোগ আছে এই ছবিতে?
এখন পর্যন্ত চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এই ছবিতে শাকিব খানের পাশাপাশি আমার অভিনয়ের বড় সুযোগ আছে। তবে এই ছবিতে যদি আমার উপস্থিতি কম থাকে তাহলেও আমি কিছুই মনে করব না। কারণ, শাকিব খানের জন্য মানুষ সিনেমা হলে যায়। দর্শক হিসেবে আমিও চাইব শাকিব খানের উপস্থিতি পর্দায় বেশি থাকুক। অভিনেত্রী হিসেবে যদি আমার উপস্থিতি পাঁচ মিনিটও থাকে, তবুও আমি খুশি থাকব। আমি ওই স্বল্প সময়ের উপস্থিতিটাই ভালোভাবে ফুঁটিয়ে তোলার চেষ্টা করব।

প্রথম ছবিতেই এক নম্বর নায়ক পেলেন। এখন যদি দশ নম্বর নায়কের সাথে ছবির প্রস্তাব আসে তাহলে করবেন?
কেন করব না? অবশ্যই করব। আমি র‌্যাঙ্কিং দেখে অভিনয় করার পক্ষে নই। কাজটাই আমার কাছে প্রাধান্য পাবে। ছবির গল্প, পরিচালক যদি ভালো হয় তাহলে নতুন নায়কের বিপরীতেও অভিনয় করব।


আরও পড়ুন :  

.   করণ জোহরের পার্টি ঘিরে বিতর্ক

.   অনুদানের ১৪ ছবির বিরুদ্ধে আদালতের রুল

.   বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ‘মনের মতো মানুষ পাইলাম না’

.   এবার নকলের অভিযোগ

.   বিশ্বাস করুন, আমার জীবনে কোনো কষ্ট নেই: শাবনূর


আগুন জাহারা মিতু টপ নিউজ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর