বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ‘মনের মতো মানুষ পাইলাম না’
৩১ জুলাই ২০১৯ ১২:৪৮ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৭:১৫
সিনেমা হলে প্রদর্শনের অনুমতি পেলো ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি। মঙ্গলবার (৩০ জুলাই) ছবিটিকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দেয় চলচ্চিত্র সেন্সরবোর্ড। ছবির পরিচালক জাকির হোসেন রাজু তথ্যটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : এবার নকলের অভিযোগ
ছবি প্রসঙ্গে রাজু বলেন, ‘ঈদে মুক্তি দেয়ার জন্য আমরা তড়িঘড়ি করে ছবির কাজ করেছি। তারপর সেন্সরে জমা দেই। মঙ্গলবার সেন্সর বোর্ড ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন।’
তিনি আরও বলেন, ‘এই ছবিটি একটি ভিন্ন গল্পর ছবি। এখানে আফসোস আছে, যা ছবির নাম থেকেই বোঝা যায়। প্রেম, ভালোবাসা আর পারিবারিক একটি গল্পের ছবি দেখতে পাবে দর্শক।’
দেশবাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। যদিও জাকির হোসেন রাজু এই ছবির ঘোষাণা দিয়েছিলেন ২০১৩ সালে। করেছিলেন মহরত। তখন ছবিটিতে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল।
আরও পড়ুন : বিশ্বাস করুন, আমার জীবনে কোনো কষ্ট নেই: শাবনূর
জাকির হোসেন রাজু বুবলী মনের মতো মানুষ পাইলাম না শাকিব খান সেন্সর ছাড়পত্র