মুখ খুললেন আনুশকা
৩০ জুলাই ২০১৯ ১৩:৪০ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৫:৪৩
অন্তর্জালের গুঞ্জন, মা হতে চলেছেন আনুশকা শর্মা। যদিও এমন গুঞ্জন এই বলিউড সুন্দরীরর জন্য নতুন কিছু নয়। বিয়ের পিঁড়িতে বসার পর থেকে এমন গুঞ্জন মাঝে মাঝে চাউর হচ্ছে, যা আনুশকার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আনুশকা জানেন তারকা যখন বিয়ে করেন তখন তাকে এরকম নানা গুঞ্জনের মধ্যে দিয়ে যেতে হয়।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন করে মা হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেছেন আনুশকা। তিনি বলেন, আসলে বিয়ের পর মানুষ কেবল একটি কথাই জানতে চায়; আপনি কি গর্ভবতী? তারা এমন ধরনের গুঞ্জন পড়তে পছন্দ করেন যা আসলে বাস্তবে ঘটছে না।
আরও পড়ুন : নতুন নায়িকা নিয়ে শাকিব খানের ‘আগুন’ মিশন
তিনি আরও বলেন, তারকাদের ক্ষেত্রে এমনটা অহরহ হয়ে থাকে। অনুরাগীরা তারকাদের মা হওয়ার খবর শুনতে পছন্দ করে। এই ধরনের খবরের কাটতি রয়েছে। শুধু বিয়ে নয়, কোন তারকা যদি প্রিয় মানুষের সাথে ডেটিংয়ে যান, তখনও গর্ভবতী কিনা জানতে চায়। মানুষ যখন এসব নিয়ে চর্চা করে তখন কিছু বলার থাকে না। ওসব কথায় কান না দিয়ে বরং এড়িয়ে চলাই ভালো।
এদিকে আনুশকার হাতে আপাতত কোনো ছবি নেই। সবশেষ তার অভিনীত ‘জিরো’ ছবি মুক্তি পেয়েছে। শাহরুখ খানের বিপরীতে ছবিটি বক্স অফসে মুখ থুবড়ে পড়ে। তবে হাতে কোনো ছবি না থাকলেও নতুন একটি ওয়েব সিরিজ প্রযোজনায় হাত দিচ্ছেন তিনি। সেই ওয়েব সিরিজে আনুশকা মধ্যবয়সি এক নারীরর চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন :
. শকুন্তলা নাট্যপ্রযোজনা: একটি নান্দনিক শিল্পপ্রয়াস
. চলচ্চিত্র অনুদান প্রক্রিয়ায় সংস্কার প্রস্তাব