Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নায়িকা নিয়ে শাকিব খানের ‘আগুন’ মিশন


৩০ জুলাই ২০১৯ ১৩:১০ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৫:৪১

ঢালিউডে নতুন নায়িকার আগমন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ জাহারা মিতু নাম লেখালেন চলচ্চিত্রে। আর প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢাকাই ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খানকে। ‘আগুন’ নামের ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক বদিউল আলম খোকন।

সোমবার (২৯ জুলাই) রাজধানীর একটি অভিজাত রেস্তোঁরায় নির্মিতব্য ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক জাকির হোসেন রাজুসহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে শাকিব খান, জাহারা মিতু, সুচরিতা ও ছবির পরিচালক বদিউল আলম খোকন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তৃতায় ওবায়দুল কাদের ছবির জন্য শুভকামনা জানানোর পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে ঢেলে সাজানোর বিষয়ে মত দেন। তিনি বলেন, এফডিসির অবস্থা ভালো নয়। পুরাতন ভূতুড়ে বাড়ির মতো মনে এই এফডিসিকে। আমি চলচ্চিত্রের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি চলচ্চিত্রের উন্নয়নের বিষয়টি খুব করে ভাবছেন। আশাকরি অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে চলচ্চিত্র শিল্প।


আরও পড়ুন :  শকুন্তলা নাট্যপ্রযোজনা: একটি নান্দনিক শিল্পপ্রয়াস


বক্তৃতাকালে তিনি চলচ্চিত্রে সরকারি অনুদান কম দেয়ার বিষয়টিরও সমালোচনা করেন। তার মতে, একটি ভালো ছবি নির্মাণ করতে নূন্যতম পাঁচ কোটি টাকা প্রয়োজন হয়।

এদিকে শাকিব খান মনে করছেন অচিরেই চলচ্চিত্রের খারাপ অবস্থা নিরসন হতে যাচ্ছে। কারণ দিন দিন অবস্থা ভালোর দিকে যাচ্ছে। ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক বলেন, অনেকে বলে থাকেন আমাদের সিনেমার অবস্থা খারাপ। দিন ফুরিয়ে যাচ্ছে। আমি মনে করি না। আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরছে।

বিজ্ঞাপন

এসময় তিনি তার মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবির উদাহরন টেনে বলেন, গত ঈদে আমার ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি পেয়েছে। ছবিটি কেমন ব্যবসা করেছে আপানার সবাই জানেন। আমার এই সিনেমা সাফল্যের পর সিনেমা নির্মাণের ঢল পড়ে গেছে এফিডিসিতে। এভাবে চলতে থাকলে খুব দ্রুত চলচ্চিত্র শিল্প মাথা তুলে দাঁড়াবে।

অন্যদিকে জাহারা মিতু প্রথম ছবির জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, চলচ্চিত্র আমার জন্যে নতুন কর্মক্ষেত্র। শুরুতেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করছি। চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে এটি আমার জন্যে বড় পাওনা। সবাই আমার জন্যে দোয়া করবেন, যেনো চলচ্চিত্র দর্শকদের মন জয় করতে পারি।

শনিবার (৩ আগস্ট) এফডিসিতে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। দেশের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যায়ণ করা হবে। তবে ছবির গানের ‍দৃশ্যায়ন হবে চীনে।


আরও পড়ুন :  চলচ্চিত্র অনুদান প্রক্রিয়ায় সংস্কার প্রস্তাব


আগুন জাহারা মিতু বদিউল আলম খোকন মহরত শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর