Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানচাকু হাতে কাকে মারতে ছুটে যাচ্ছেন অক্ষয় কুমার?


২৬ জুলাই ২০১৯ ১৪:০৮

এবার নয়ারূপে হাজির হলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আগামী ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ সিনেমাটি। অ্যাকশন থ্রিলার এই ছবিটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তার প্রযোজনা প্রতিষ্ঠান গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ইন্সটাগ্রামে ফার্স্টলুক পোস্টারটি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে সিনেমাটি বড়দিনে মুক্তি পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পোস্টারে অক্ষয় কুমার কপালে লাল তিলক, গলায় গোটা কয়েক মোটা চেইন পরে, হাতে নানচাকু ধরে আগ্রাসী চোখে তাকিয়ে আছেন। দেখে মনে হবে; কাকে যেন মারতে ছুটে যাবেন ঝড়ের বেগে।

ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৩’ ছবি পরিচালনা করেছিলেন তিনি। এছাড়া তিনি অক্ষয় কুমারের মুক্তিপ্রতীক্ষিত ‘লক্ষী বোম্ব’ ছবির চিত্রনাট্যকারের দায়িত্ব পালন করছেন। ‘বচ্চন পাণ্ডে’ ছবির মধ্য দিয়ে চলতি বছর মুক্তি প্রতীক্ষিত ‘হাউজফুল ৪’ ছবির মাধ্যমে একসাথে কাজ করতে চলেছেন।

এদিকে অক্ষয় কুমার এখন রোহিত শেঠী পরিচালিত পুলশি অ্যাকশনধর্মী সিনেমা ‘সূর্যবংশী’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

অক্ষয় কুমার বচ্চন পাণ্ডে বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর