কলকাতার পর ‘বিবাহ অভিযান’ শুরু বাংলাদেশে
২৬ জুলাই ২০১৯ ১৩:৫৯ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ১৪:০৩
সাফটা চুক্তির আওতায় আজ শুক্রবার (২৬ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিবাহ অভিযান’ সিনেমা। সারাদেশে ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বিরশা দাসগুপ্ত পরিচালিত ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। এছাড়া রুদ্রনীল ঘোষ–সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য–প্রিয়াংকা সরকার জুটিও অভিনয় করেছেন এই ছবিতে।
এর আগেও অঙ্কুশ অভিনীত সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সেকারণে বাংলাদেশের দর্শক অঙ্কুশের জন্য বিশেষ কিছু। সারাবাংলাকে তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছে। এর আগে মুক্তি পাওয়া সিনেমাগুলো তারাই প্রমাণ। আবারও বাংলাদেশে আমার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এই ছবিতে আমার সাথে বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়াও আছেন। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে সিনেমা হলে লাইন লাগাবে। এটি একটি কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল হয়ে যাবে বলতে পারি।’
রুদ্রনীল ঘোষও সুর মেলালেন অঙ্কুশের কথার সাথে। তিনি বলেন, ‘এটা একদম কমেডি ঘরানার ছবি। ছবির শুটিংয়ে প্রচুর মজা করেছি আমরা। মজায় মজায় শুটিং করেছি। নুসরাত ফারিয়াসহ যারা এই ছবিতে অভিনয় করেছেন তারা প্রত্যেকেই দারুণ পারফর্ম করেছেন। সবমিলিয়ে এটি টোটাল এন্টারটেইনিং ছবি।’
এদিকে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়া প্রিয়াংকা সরকারের তৃতীয় ছবি। এছাড়া তিনি বাংলাদেশে একটি ছবিতে অভিনয় করেছেন। আর তাই বাংলাদেশ নিয়ে তার আবেগটা একটি বেশি। প্রিয়াংকা সরকার বলেন, ‘ভীষণ মজাদার একটি ছবি ‘বিবাহ অভিযান’। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পর ছবিটি ভালো চলেছে। এবার বাংলাদেশে মুক্তি পেয়েছে। সেখানেও ছবিট ভালো চলুক এটাই চাইব। বাংলাদেশ সবসময় আমার ভালো লাগার একটি জায়গা। আর ভালো লাগার জায়গায় নিজের ছবি মুক্তি পেলে আনন্দ তো লাগে বটে।’
বাংলাদেশে ‘বিবাহ অভিযান’ আমদানি করেছে তিতাস কথাচিত্র। এর আগে গত ১৯ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় মুক্তি এক সপ্তাহ পিছিয়ে যায়।