এক লাফে ৭ থেকে ৪০ কোটি!
২৫ জুলাই ২০১৯ ১১:৪৬ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৩:০৯
শহীদ কাপুরের ১৫ বছরের ক্যারিয়ারে এতবড় হিট তিনি আর পাননি। তার সর্বশেষ ছবি ‘কবির সিং’ ২৭০ কোটি টাকা ব্যবসা করেছে ইতিমধ্যে। যা এখনো চলমান। ‘হায়দার’ এবং ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলো শহীদ কাপুরকে ভালো অভিনেতার তকমা দিলেও সেগুলো এতোটা ব্যবসাসফল ছিল। মোটের ওপর কবির সং-ই শহীদের ক্যারিয়ারের মেগা হিট।
আর এই সুপার ডুপার হিট ছবিই হয়তো মাথা ঘুরিয়ে দিয়েছে শহীদ কাপুরের। ফলে তিনি এখন অন্যদের মাথা ঘোরানোর কাণ্ড-কারখানা করছেন।
আরও পড়ুন : শিল্পকলায় দুই দিনের মালহার উৎসব
শহীদ ইতিমধ্যে তার পারিশ্রমিক প্রায় ছয়গুনের মতো বাড়িয়ে দিয়েছেন। কবির সিং-এর আগে ছবি প্রতি শহীদ ৭ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখন তিনি ছবি প্রতি ৪০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। যা শহীদের সঙ্গে কাজ করতে যাওয়া অনেক পরিচালকের চোখ কপালে তুলছে।
জানা গেছে, করণ জোহরের তেলেগু রিমেক ‘জার্সি’ ছবিতে শহীদ কাপুরের অভিনয় করার কথা। কিন্তু শহীদের সাম্প্রতিক পারিশ্রমের অংক নাকি ‘জার্সি’ ছবির পুরো বাজেটেরও দ্বিগুন।
শহীদ কাপুর অবশ্য তার পারিশ্রমিকের গুজব নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, কবির সিং ছবি করার আগে তার ব্যাংক-ব্যালান্স যা ছিল এখনো তাই আছে।
আরও পড়ুন : মারভেল থেকে আসছে বধির আর এশিয়ান সুপারহিরো সঙ্গে অ্যাঞ্জেলিনা
উড়তা পাঞ্জাব কবির সিং করণ জোহর জার্সি পারিশ্রমিক বলিউড শহীদ কাপুর