‘সুপার থার্টি’র সাফল্যে যে মিল খুঁজলেন হৃত্বিক রোশন
২৩ জুলাই ২০১৯ ১৩:৫০ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৫:১০
হৃত্বিক রোশন অভিনীত সদ্য মুক্তি পাওয়া বায়োপিক ছবি ‘সুপার থার্টি’ বলিউড বক্স অফিসে দারুণ বেগে ছুটছে। ইতিমধ্যে ছবিটি এক’শ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। ছবির এমন সাফল্যে হৃত্বিক রোশন যারপরনাই আনন্দিত। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
সাক্ষাৎকারে ছবির সাফল্যে হৃত্বিকের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির সাফল্যে আমি সন্তুষ্ট এবং আনন্দ অনুভব করছি। এই ছবিটির ব্যবসায়িক দিকটির সাথে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘‘কাহো না পেয়ার হ্যায়’’ ছবির মিল আছে। ওই ছবিটির মাধ্যমে আমি যেরকম ভক্তদের সাথে সংযুক্ত হতে পেরেছি, এই ছবিটির মাধ্যমেও হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সুপার থার্টি সিনেমাটি আমার জন্য অনেক কঠিন ছিল। আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করা অনেক বড় চ্যালেঞ্জের। ছবিতে অভিনয়ের আগে আমি অনন্দ কুমারের সাথে আলোচনায় বসতে সংকোচবোধ করছিলাম। কারণ চিত্রনাট্য পড়ে আমার কাছে চরিত্র সম্পর্কে যে ধারণা হয়েছিল সেই ধারণা প্রকাশ করতে চাইনি। কিন্তু যখন আমি তার সাথে দেখা করলাম তখন তিনি তেমন কিছুই বললেন না। বরং চরিত্রটি নিয়ে আমার ভাবনা-চিন্তায় রঙ লাগিয়ে দিলেন।’
আরও পড়ুন : ‘স্বপ্নবাজী’ রাখবেন পিয়া জান্নাতুল
আনন্দ কুমার প্রতিষ্ঠিত সংস্থার নাম ‘সুপার থার্টি’। বাছাই করা ৩০ জন গরিব ও মেধাবী ছাত্র–ছাত্রীদের বিনা খরচে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংস্থাটি তৈরি করেন তিনি। ‘সুপার থার্টি, চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড থার্টি স্টুডেন্ড’ নামে একটি বইও লেখা হয়েছে আনন্দ কুমারকে নিয়ে। এই গণিতবিদের জীবনের অতুলনীয় বিষয়কেই পর্দায় তুলে ধরা হয়েছে বিশাল ভাল পরিচালিত ছবিতে। চলতি জুলাই মাসের ১২ তারিখ মুক্তি পায় ছবিটি।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠি এবং অমিত সাধক। এছাড়া একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে টেলিভিশন অভিনেতা নন্দিশ সিংকে। ফ্যান্টম ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসনস প্রাইভেট লিমিটেড ‘সুপার থার্টি’ প্রযোজনা করেছে।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম
আরও পড়ুন :
. নাগরিক ক্যাফেতে গাইবেন তানভীর তারেক
. টেলিভিশন যখন নারীমুক্তির হাতিয়ার
. এশিয়ান ফিল্ম একাডেমিতে যাচ্ছেন নুহাশ হুমায়ূন