নাগরিক ক্যাফেতে গাইবেন তানভীর তারেক
২৩ জুলাই ২০১৯ ১১:১৫ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৩:৪৮
নাগরিক ক্যাফেতে গাইবেন সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী-গীতিকার-সঙ্গীত পরিচালক তানভীর তারেক। নাগরিক টিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি ২৪ জুলাই বুধবার রাত ১১ টা ২০ থেকে ১ টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হবে।
আরও পড়ুন : টেলিভিশন যখন নারীমুক্তির হাতিয়ার
তানভীর তারেক জানিয়েছেন, তিনি তার ক্যারিয়ারের তিনজন গুরুকে উৎসর্গ করবেন এই লাইভ অনুষ্ঠান। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘এই শহরে আমার প্রথম আশ্রয়ের নাম বরেণ্য সাংবাদিক-কন্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। তাকে স্মরণ করবো তার একটি গান গেয়ে। একই সাথে আমি প্রথম গিটার শিখি লাকী আখন্দ স্যারের কাছে। মনে পড়ে অর্থাভাবে গিটার কিনতে পারিনি বলে তিনি আমাকে একটি গিটার উপহার দিয়েছিলেন। নামমাত্র টাকায় তিনি টানা ১ বছর গিটার শিখিয়েছিলেন। তাই গুরুর গাওয়া বিখ্যাত গান ‘নীল মনিহার’ গানটি দিয়েই লাইভ শুরু করার ইচ্ছে আছে। আর রক লিজেন্ড আইয়ুব বাচ্চু এ শহরে আমার অলিখিত অভিভাবক ছিলেন। আমার লেখা বেশ কিছু গানও তিনি গেয়েছেন। তার সাথে স্মৃতি আমার অগনিত। রক গুরু আইয়ুব বাচ্চুর গানও গাইব বেশ কয়েকটি।
তানভীর জানান, পুরো লাইভ অনুষ্ঠান জুড়েই থাকবেন আমাদের সঙ্গীত জগতের এই তিন মহীরুহ লাকী আখন্দ, আইয়ুব বাচ্চু ও সঞ্জীব চৌধুরী। থাকবে তাদের গান আর তাদের নিয়ে গল্প। পাশাপাশি নিজের কিছুও গানও করবেন তিনি।
নাগরিক ক্যাফে প্রযোজনা করবেন আসিফ রহমান। অনুষ্ঠানটি ২৪ জুলাই রাত ১১ টা ২০ এ নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার হবে।
আরও পড়ুন : এশিয়ান ফিল্ম একাডেমিতে যাচ্ছেন নুহাশ হুমায়ূন