Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান ফিল্ম একাডেমিতে যাচ্ছেন নুহাশ হুমায়ূন


২২ জুলাই ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৭:৫৯

‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব। চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে উৎসবের ২৪তম আসর। এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়।

এবার এই উৎসবের একটি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। প্রোগামটির নাম ‘এশিয়ান ফিল্ম একাডেমি’। এই প্রোগ্রাটি মূলত চলচ্চিত্র শিক্ষা বিষয়ক এটি আয়োজন। এখানে এশিয়ার প্রতিষ্ঠিত এবং উঠতি নির্মাতা ও চলচ্চিত্রকাররা অংশ নেন। তারা তাদের কাজ এবং ভাবনার আদান-প্রদান করেন।

বিজ্ঞাপন

বুসানের ২৪তম আসর অনুষ্ঠিত হওয়ার আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ‘এশিয়ান ফিল্ম একাডেমি’ প্রোগ্রাম। এবার অসংখ্য চলচ্চিত্রকারদের আবেদনের মধ্য থেকে ২৫ জন টিকেছেন প্রোগ্রামে। তাদের মধ্যে নুহাশও একজন।

প্রোগ্রামে নিজের অংশগ্রহণের ব্যাপারে নুহাশ সারাবাংলাকে বলেন, ‘আমি সেপ্টেম্বরে প্রোগ্রামে অংশ নিতে যাব। এক মাসের মতো থাকব সেখানে। আমার যে ২৫ জন টিকেছি, তাদের মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কাজ ও ভাবনার আদান প্রদান হবে। অনেকগুলো ওয়ার্কশপ হবে। দুটি দলে ভাগ হয়ে আমাদের দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে হবে। যেটি বুসানের মূল আসরে প্রদর্শিত হবে। সেই সঙ্গে একটি সিনেমার প্রজেক্ট কীভাবে আন্তর্জাতিক প্রযোজকদের সামনে উপস্থাপন (পিচ) করতে হয়, সেই বিষয়টিও শেখানো হবে প্রোগ্রামে।’

এটিই নুহাশের প্রথম বুসান সফর নয়। ‘ইতি তোমার ঢাকা’ অমনিবাস সিনেমা নিয়ে তিনি প্রথম যান বুসান ফিল্ম ফেস্টিভালে। ২০১৮ সালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল বুসানে। সেটি ছিল সিনেমার কোনো আন্তর্জাতিক আসরে নুহাশের প্রথম পদচারণা। আর এবার তিনি যুক্ত হলেন চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক প্রোগ্রামে।

বিজ্ঞাপন

নুহাশ এখন পর্যন্ত নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা পেপার ফ্রগ, টেলিফিল্ম হোটেল এলবাট্রস, অমনিবাস চলচ্চিত্র ইতি, তোমার ঢাকা’র একটি অংশ, ওয়েব ড্রামা ৭০০ টাকা এবং পিৎজা ভাই।

সারাবাংলা/পিএ/আরএসও

এশিয়ান ফিল্ম একাডেমি নুহাশ হুমায়ূন বুসান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর