কৌতুক ভাবতে ভাবতেই মৃত্যু!
২১ জুলাই ২০১৯ ১৭:০১ | আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৭:১১
এ যেন হাসতে হাসতে মৃত্যু, হাসাতে হাসাতে মৃত্যু। মঞ্চে দাঁড়িয়ে দর্শক হাসাতে হাসাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কৌতুক অভিনেতা। ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। ভারতীয় বংশোদ্ভুত ওই কমেডিয়ানের নাম মঞ্জুনাথ নাইডু। ম্যাঙ্গো নামেই তিনি বেশি পরিচিত।
আরও পড়ুন : আয়ে দুনিয়া সেরা ছবি এভেঞ্জার্স: এন্ডগেম
আরব আমিরাতে খালিজ টাইমস জানিয়েছে, দুবাইয়ে একটি শো চলাকালীন সময় এই ঘটনা ঘটে। নিজের পারফরমেন্সের সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুক অভিনেতা ম্যাঙ্গো। পারফরমেন্সের মাঝে হঠাৎ হাঁপাতে শুরু করেন তিনি। উৎকণ্ঠায় ভুগছেন বলে জানান। বসে পড়েন পাশে রাখা একটি বেঞ্চের উপর। তার পরই লুটিয়ে পড়েন মাটিতে।
প্রথমে কেউই ব্যাপারাটি বুঝে উঠতে পারেননি। দর্শকরা ভাবছিলেন তাদের হাসানোর জন্যই হয়তো ম্যাঙ্গো এমন ভান করছে। কিছুক্ষণ পরে আসল ব্যাপার বুঝতে পারেন তারা। কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে।
কৌতুকাভিনেতা হিসাবে সম্প্রতিক সময়ে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন ম্যাঙ্গো।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. শেষ হচ্ছে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী
. শাহরুখের হিরানি দাওয়াই
. ‘বিশ্বসুন্দরী’ ছবিতে চম্পা, নেই সুবর্ণা মুস্তাফা
. কেউ জানে না শাকিবের মেশিন বসছে কোন হলে!
. এটিএন বাংলা ছেড়ে গ্লোবাল টিভিতে নওয়াজীশ আলী খান