হায়দরাবাদে চলচ্চিত্র উৎসবে সম্মানিত ফরিদুর রেজা সাগর
২০ জুলাই ২০১৯ ১৬:২৩ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৬:৪০
বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে ভারতের হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব চলে চলতি মাসের ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত। উৎসবে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
ফরিদুর রেজা সাগর ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আরও সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুনকে। ১৯ জুলাই শুক্রবার তাদের এই সম্মাননা দেওয়া হয়।
আরও পড়ুন : সিনেমায় বিড়ালমুখো টেইলর সুইফট
বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এই উৎসবে যোগ দেন বাংলা চলচ্চিত্রসহ ভারতীয় আঞ্চলিক ছবির খ্যাতিমান ব্যক্তিত্বরা। বাংলার পাশাপাশি ছিলেন তেলেগু, কাশ্মিরী, উর্দু এবং হিন্দি ভাষার উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
এ নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে উৎসবে দেখানো হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তী নির্মাতাদের ছবি।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. বায়োপিকে এলভিসের চরিত্রে অস্টিন বাটলার
. শতকের পথে ‘সুপার থার্টি’
. প্রযোজক শাহরুখের নায়ক হাশমি