Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্ব প্রতি ৩ কোটি সম্মানী!


১৭ জুলাই ২০১৯ ১২:৩৯ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ১৪:৫১

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের ছোট পর্দায় অভিষেক হচ্ছে। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ নামের একটি ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে ছোট পর্দায় আসছেন কারিনা। আর বড় পর্দার কারিনাকে ছোট পর্দায় আনতে রিয়েলিটি শোয়ের আয়োজকদের গুণতে হচ্ছে মোটা অংকের সম্মানি। শোনা যাচ্ছে পর্ব প্রতি ৩ কোটি টাকা দিতে হচ্ছে কারিনাকে।

বলা হচ্ছে, ছোট পর্দায় উপস্থিতির জন্য পর্ব প্রতি এটাই সবচেয়ে বেশি অংকের সম্মানি। যেহেতু প্রথমবারের মতো ছোট পর্দায় আসছেন কারিনা, তিনি তাই দরটা ভালোই হাঁকিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  সালমানের হাত ধরে এবার কে?


কারিনা ইতিমধ্যে রিয়েলিটি শোয়ের কিছু পর্বের শুটিংও করেছেন। শুটিংয়ের ছবি প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। সেখানে শোয়ের অন্য দুই বিচারক রাফতার, বস্কো মার্টিন এবং উপস্থাপক করণ ওয়াহির সঙ্গে অনুষ্ঠান সেটে দেখা গেছে তাকে।

কারিনা বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছে। ছুটি শেষে সেখানে ইংরেজি মিডিয়াম নামে একটি ছবির শুটিংয়েও অংশ নেবেন তিনি। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ ছবিতেও দেখা যাবে কারিনাকে। তার হাতে আছে করন জোহরের তখত ছবিটিও। সেখানে বেগম জাহানারা চরিত্রে দেখা যাবে তাকে।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  এবার বন্ড চরিত্রে নারী


৩ কোটি কারিনা কাপুর ডান্স ইন্ডিয়া ডান্স বিচারক রিয়েলিটি শো সর্বোচ্চ সম্মানী