Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমানের হাত ধরে এবার কে?


১৬ জুলাই ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৯:৪০

অনেক বন্ধুর সন্তানকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন সালমান খান। নিজের ছবিতে সুযোগ দিয়ে অথবা ছবি প্রযোজনা করে সালমানের এই বদান্যতার কথা কম-বেশি সবার জানা। নিজের পরবর্তী ছবি দাবাং-থ্রিতেও এমন সুযোগ দিয়েছেন সালমান খান।


আরও পড়ুন :  এবার বন্ড চরিত্রে নারী


প্রথমে শোনা গিয়েছিল বন্ধু পরিচালক, অভিনেতা মহেশ মাঞ্জেকারের বড় মেয়েকে দাবাং-থ্রিতে সুযোগ দিচ্ছেন সালমান। পরবর্তীতে সেই খবরে খানিক সংশোধনী এসেছে। বড় মেয়ে নয়, মহেশ মাঞ্জেকারের ছোট মেয়ে সাই সুযোগ পেয়েছেন দাবাং থ্রি তে।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই দাবাং থ্রি’র বেশ কিছু দৃশ্য এবং সালমান আর সাই-কে নিয়ে একটি গানের দৃশ্যধারণও হয়েছে। দাবাং-এর এই সিক্যুয়াল পরিচালনা করছেন প্রভুদেবা। এর আগে সিরিজের প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। আর দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছিলেন সালমানের ভাই আরবাজ খান। দু’টি ছবিই ব্লক বাস্টার হিট হয়েছিল।

দাবাং থ্রিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী স্টার সুদীপকে। তবে প্রথাগত খলনায়ক নন, সুদীপের চরিত্রটি সালমান খানের সঙ্গে সমান্তরালভাবে তৈরি করা হচ্ছে।

এছাড়া দাবাংয়ের সবসময়ের মুখ সোনাক্ষী সিনহাতো থাকছেনই।

সারাবাংলা/পিএম/পিএ


আরও পড়ুন :

.   মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে সিনেমা ‘অর্জন ৭১’

.   ‘মাসুদ রানা’ ছবিতে যুক্ত হলেন রেসলার ‘কালি’

.   দেশে প্রথমবার শুরু হচ্ছে ‘মি. ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

.   সাত গুণী পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৮’

.   দুই দশক পর একসঙ্গে কমল-রহমান


দাবাং থ্রি প্রভুদেবা বলিউড মহেশ মাঞ্জেকার সাই সালমান খান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর