Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ বছরে এটিএন বাংলা


১৫ জুলাই ২০১৯ ১২:২০ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৩:৪৩

২৩ বছরে পা রাখলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ১৫ জুলাই সোমবার পথচলার ২২ বছর পূর্ণ করলো দেশেরন সবচেয়ে পুরনো এই স্যাটেলাইট চ্যানেল। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে এটিএন বাংলা।

পথচলার ২২ বছরে শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করেছে চ্যানেলটি। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন খেলা নিয়মিতভাবেই সরাসরি সম্প্রচার করে আসছে এটিএন বাংলা।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  অক্ষয় আসছেন বিশেষ চরিত্রে


দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোটপর্দার অস্কার খ্যাত এমি এ্যওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।

এদিকে বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। এটিএন বাংলা কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছাগ্রহণ দিনব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। বিকাল ৫টায় প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’। ৫.৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘মনের ফ্রেমে তুমি’। রাত ৭.৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘২৩ বছরে পদার্পন’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, শুভ্র দেব, রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, লুইপা, মারিয়া শিমু, সামিয়া জাহান এবং নীলিমা। লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন মডেল অভিনেত্রী তানজিন তারিন এবং নৃত্য জুটি লিখন-নাদিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, আব্দুস সাত্তার ও মোশতাক হোসেন। ১১টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘মন থেকে রইলো শুভ কামনা’। ১২টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ‘অপরাহ্ন’।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘মাসুদ রানা’ ছবিতে ‘আয়রন ম্যান’র তারকা মিকি রোর্ক


২৩ বছর এটিএন বাংলা টপ নিউজ স্যাটেলাইট চ্যানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর