দুই নবীনকে নিয়ে বলিউডে আসছে নতুন জুটি
১৪ জুলাই ২০১৯ ১৪:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০১৯ ১৪:৩৮
বলিউডে হরহামেশাই তৈরি হয় নতুন নতুন জুটি। কোনো কোনো জুটি দর্শক গ্রহণ করেন, কোনোটি করেন না। সিনেমার বৈশিষ্ট অনুযায়ী বলিউডে আবারও আসতে যাচ্ছে নতুন জুটি।
নতুন সেই জুটি হলো ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ খ্যাত অভিনেত্রী অনন্যা পান্ডে এবং ‘ধাড়াক’ খ্যাত অভিনেতা ইশান খাত্তার।
আরও পড়ুন : দুই নবাগতকে নিয়ে মানিকের নতুন ছবি
এই জুটি তৈরি করছেন পরিচালক আলী আব্বাস জাফর। এরইমধ্যে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ জুটিকে নিয়ে তার নির্মিত ‘ভারত’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিদুটি হয়েছে তুমুল আলোচিত এবং ব্যবসা সফল।
সিনেমার বিস্তারিত এখনো জানা যায়নি। ভারতীয় ম্যাগাজিন বলিউড হাঙ্গামা জানাচ্ছে ছবিটি নিয়ে অনেক আগে থেকেই চলছে পরিকল্পনা। কারণ আলী অব্বাস যাফরের ছবিতে ইশানের কাজ করার বিষয়টি জানতেন ইন্ডাস্ট্রির অনেকেই। এই তথ্যের সঙ্গে নতুন করে যুক্ত হলো অনন্যা পান্ডের নাম।
ইশান-অনন্যাকে নিয়ে এই প্রজেক্টটি মূলত আলী আব্বাস যাফরের তত্ত্বাবধানে নির্মিত হবে। আলী’র গাইডে ছবিটির পরিচালক হিসেবে থাকবেন বরুণ শর্মা।
ইশান কিছুটা অবসরে থাকলেও ব্যস্ত অনন্যা পান্ডে। অনন্যা এখন অভিনয় করছেন ‘পতি পন্তী অর ও’ ছবিতে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন : নগরীতে বর্ষা উৎসব