Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিলদারের জায়গা আজও খালি


১৩ জুলাই ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৬:৫৩

রূপালি পর্দা সাধারনত নায়ক-নায়িকার দখলে থাকে। তাদের নিয়েই মাতামাতি করে দর্শকরা। কিন্তু নায়ক বা নায়িকার পাশাপাশি এমন কিছু অভিনেতা-অভিনেত্রী থাকেন যাদের উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি ভালোলাগার জন্ম দেয়।

আমাদের চলচ্চিত্রে দিলদার ছিলেন তেমন একজন। কৌতুক অভিনয়কে তিনি নিয়ে গিয়েছিলেন অসাধারন অবস্থানে। পর্দায় যার উপস্থিতি মানেই হলভর্তি দর্শকদের আনন্দ। দেশীয় চলচ্চিত্রের কৌতুক অভিনেতা হিসেবে দিলদারের অবস্থান তাই চির স্মরণীয়।

বিজ্ঞাপন

১৩ জুলাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই কৌতুক অভিনেতার ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালে আজকের দিনে ৫৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। কিন্তু মৃত্যুর এতোগুলো বছর পেরিয়ে গেলেও মানুষ তাকে ভোলেনি। তাকে কৌতুক সম্রাট উপাধি দিয়ে স্থায়ী জায়গা দিয়েছেন হৃদয়ে। আর তাই এখনও টেলিভিশনে তার অভিনীত সিনেমা প্রচার হলে মানুষ অদ্ভুত ভালোলাগা নিয়ে উপভোগ করে।


আরও পড়ুন :  এবার খুলনায়


দিলদারের সাথে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। তার কাছে দিলদার চৌকশ এক কৌতুকাভিনেতা। তিনি দিলদার প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ‘কমেডি অভিনয় করা খুব কঠিক কাজ। এখানে পরিমিতিবোধ খুব গুরুত্বপূর্ণ। কোনটা কমেডি আর কোনটা ভাঁড়ামি সেটা দিলদার ভাই ভালোভাবে বুঝতেন। তার শারীরিক অঙ্গভঙ্গির ভেতর অভিনয় খেলা করতো। তিনি অত্যন্ত ভালোমানের সফল অভিনেতা ছিলেন। আমাদের দুর্ভাগ্য তিনি চলে যাওয়ার পর তার মতো এমন উঁচু মাপের কৌতুকাভিনেতা আমাদের চলচ্চিত্র আর পায়নি।’

কেনো দিলদার এর মৃত্যুর পর তার মতো বা কাছাকাছি কোন অভিনেতা পায়নি দেশের চলচ্চিত্র? এ প্রশ্নের উত্তরে রিয়াজ বলেন, ‘অভিনেতা দিলদারের মৃত্যুর পর অনেকেই চেষ্টা করেছেন তার মতো অভিনয় করতে। কিন্তু সফল হননি। আসলে কারও মতো কেউ হতে পারেনা। আগামীতে দিলদারের কাছাকাছি কেউ আসবে কিনা দেশের চলচ্চিত্রে সেটা সময় বলে দেবে।’

বিজ্ঞাপন

রিয়াজ মনে করেন চলচ্চিত্রে দিলদারের মতো কৌতুক অভিনেতা থাকা অত্যন্ত জরুরী। দর্শকদের মাতিয়ে রাখার অন্যতম নিয়ামক কৌতুক অভিনয়।

ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মমতাজুর রহমান আকবর। তার অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলদার। তার প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর সারাবাংলাকে বলেন, ‘দিলদার মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। খুবই আন্তরিক। শিল্পী হিসেবে তার কোন তুলনা নেই। এরকম শিল্পী বাংলাদেশের চলচ্চিত্রে আসবে কিনা আমার সন্দেহ আছে।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   সোনক্ষীর বাড়িতে পুলিশ!

.   মাকে হারালেন অভিনেতা জিতু আহসান

.   সিতারা ভাগ্যাহত এক নারীর গল্প: রাইমা সেন

.   বাবার ছবিতে আলিয়ার গান

.   কঠিন বাস্তবতা ও জীবনবোধের সিনেমা ‘আদম’


১৬তম মৃত্যুবার্ষিকী চলচ্চিত্র টপ নিউজ দিলদার রিয়াজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর