পরিচালকের চোখে সেরা পরিচালক
৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০০
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
আনন্দের রেশটা কাটেনি এখনো। ৯০তম অস্কারে ১৩টি বিভাগে মনোনয়নের আনন্দ। কী হবে তা জানা যাবে মার্চে। কিন্তু তার আগেই ‘দ্য শেইপ অফ ওয়াটার’ সিনেমা মাত করে দিচ্ছে চলচ্চিত্র দুনিয়া।
সিনেমার পরিচালক গিজেরমো দেল তোরো হয়েছেন সেরা পরিচালক। তাও আবার পরিচালকদের চোখে। ৭০তম ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার উঠেছে এই পরিচালকের হাতে। শনিবার অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন।
‘দ্য শেইপ অফ ওয়াটার’ ছবিটি হলো ফ্যান্টাসি রোমান্টিক। এক বধির নারীর সঙ্গে পানির নিচের এক অদ্ভুদ প্রাণীর প্রেম কাহিনী নিয়েই নির্মিত হয়েছে ছবি। সেরা পরিচালকের পুরস্কারটি দেল তোরো তার মা-বাবার প্রতি উৎসর্গ করেছেন।
ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), মার্টিন ম্যাকডোনাহ (থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিজৌরি)-সহ চার পরিচালকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পুরস্কার পেয়েছেন দেল তোরো।
অস্কারের আগে এমন পুরস্কারে, অনেকেই ইঙ্গিত দিচ্ছেন আরো বড় কিছুর। অস্কারে ভালো কিছুই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাবাংলা/পিএ/টিএস