শুরু হলো ‘আনন্দ অশ্রু’
৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
জুটি বেঁধে নতুন সিনেমার কাজ করলেন মাহি-সাইমন। রোববার (৪ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের হরিরামপুরে শুরু হয়েছে জুটির নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’ সিনেমার দৃশ্যধারণ। এখানেই আগামী ১৬ দিন চলবে ছবির শুটিং। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক।
রোববার (৪ ফেব্রুয়ারি) পরিচালক প্রকাশ করেছেন সাইমন ও মাহির লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন ‘আনন্দ অশ্রু, শুভ মহরত’। মাহি-সাইমন জুটিকে নিয়ে এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা।
‘আনন্দ অশ্রু’ হবে সম্পূর্ণ প্রেমের সিনেমা, জানিয়েছেন পরিচালক। পোস্ট করা ছবিতে নায়ক নায়িকার লুক ও পোশাক দেখে মনে হচ্ছে সম্পূর্ণ গ্রামীন প্রেক্ষাপটে হবে সিনেমার গল্প।
ছবিতে সাইমন ফরহাত চরিত্রে আর মাহি অভিনয় করছেন শিরিন চরিত্রে। বাউলের চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক।
সারাবাংলা/পিএ