নিজের অতীত কিনে নিলেন কার্তিক!
১১ জুলাই ২০১৯ ১৫:৩২ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৫:৪৩
শিরোনাম শুনে খটকা লাগছে, তাইতো? লাগারই কথা। ঘটনাও ঘটেছে সেরকমই। সফল হওয়ার পর অতীত ভোলেননি বলিউডের হালের সেনসেশন কার্তি আরিয়ান।
ঘটনা খুলেই বলা যাক। মুম্বাইতে তার স্ট্রাগলিং পিরিয়ডে যে বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন কার্তিক, সুখের দিন আসায় সেই বাড়িটি কিনে নিলেন তিনি। জানা গেছে, মুম্বাইয়ের বহুতল এক বাড়ির ৪৬০ স্কয়ার ফিটের এক বাসায় আরও ১১ জনের সঙ্গে থাকতেন কার্তিক আরিয়ান। সেই বাসাটিই নিজের করে নিয়েছেন তিনি। যেটি কিনতে তার খরচ করতে হয়েছে এক কোটি ৬০ লাখ টাকা।
আরও পড়ুন : সালমানের সঙ্গী হচ্ছেন কারা?
কার্তিকের শুরুর জীবন বেশ কঠিন ছিল। একসময় অডিশন দেওয়ার জন্য বিনা টিকিটে ট্রেনে করে মুম্বাই আসতেন তিনি। কারণ তার কাছে টিকিট কাটার মতো টাকা থাকত না। সেখান থেকে আজ নিজেকে এই অবস্থানে দাঁড় করিয়েছেন তিনি। তবে অতীতকে ভুলে যাননি।
কার্তিক আরিয়ান বর্তমানে ইমতিয়াজ আলির ‘আজকাল’ ছবির কাজ নিয়ে আছেন। ছবিটি ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েল। এই ছবিতে প্রথমবারের মতো সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। যে সারা কিনা কার্তিকের সঙ্গে ডেট করতে চান বলে ঘোষণা দিয়েছিলেন।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. ‘আলফা’ নিয়ে দর্শকদের প্রশ্নের জবাব দেবেন পরিচালক
. ছবিতে ‘নৈতিকতা’ খোঁজেন না শাহরুখ
. ‘কবির সিং’ হয়েই পারিশ্রমিক বাড়ালেন শহীদ কাপুর
. নোবেলের গানে দুই বাংলার মিউজিশিয়ান
অতীত আজকাল ইমতিয়াজ আলী কার্তিক আরিয়ান বলিউড মুভি লাভ আজকাল সারা আলী খান