ছবিতে ‘নৈতিকতা’ খোঁজেন না শাহরুখ
১১ জুলাই ২০১৯ ১৩:৫১ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৩:৫৫
বলিউড বাদশাহ শাহরুখ খান। রোমান্সের বাদশাও বলা হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন- ছবিতে ‘নৈতিকতা’ খুঁজতে বসি না আমি। আনন্দ নিতে ছবি দেখি। ছবিতে যদি কোনো নৈতিক বার্তা থাকে, তাতে আমার কোনো সমস্যা নেই।
আপাতত কোনো সিনেমায় কাজ করছেন না শাহরুখ খান। শেষ ছবি ‘জিরো’ ব্যবসা করতে পারেনি। সম্প্রতি হলিউডের মিউজিক্যাল ড্রামা ‘দ্য লায়ন কিং’ ছবির ভারতীয় সংস্করণে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। আর এই ছবিটি নিয়েই সাক্ষাৎকারে বসেছিলেন তিনি।
আরও পড়ুন : ‘কবির সিং’ হয়েই পারিশ্রমিক বাড়ালেন শহীদ কাপুর
ছবিটি কী মূল্যবোধ এবং নৈতিকতার জন্য ভালো একটি উদাহরণ হবে? উত্তরে শাহরুখ খান বলেন- গল্পটি যে ধরনের, তাতেই এটি মূল্যবোধ এবং নৈতিকতা বহন করে। তবে আমি ছবিটি দেখেছি আনন্দ পাবার জন্য। ছবিতে কী কী মূল্যবোধ এবং নৈতিকতা আছে, তা খোঁজার জন্য ছবিটি দেখিনি। সাধারণত আমি অন্যান্য ছবির ক্ষেত্রের মূল্যবোধ এবং নৈতিকতা খুঁজি না।’
দীর্ঘদিন ধরেই বলিউডসহ আরও অনেক দেশের দর্শকদের মাতিয়ে আসছেন শাহরুখ খান। তার সিনেমা মানেই প্রেম-বিরহ। তাই ব্যাক্তি শাহরুখের পছন্দ-অপছন্দ সেই ভালোবাসাকেই ঘিরেই।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. নোবেলের গানে দুই বাংলার মিউজিশিয়ান
. জল ঘোলা হচ্ছে…
. চলে গেলেন মার্কিন তারকা রিপ টর্ন
. অবশেষে একসঙ্গে
. সৌদি আরবকে পপতারকা নিকি মিনাজের না