Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন মার্কিন তারকা রিপ টর্ন


১০ জুলাই ২০১৯ ১৩:৫৭ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৪:০৬

জনপ্রিয় মার্কিন অভিনেতা রিপ টর্ন মারা গেছেন। মঙ্গলবার নিজের বাড়িতে মারা যান ম্যান ইন ব্ল্যাক, ক্রস ক্রিক, শিকাগো হোপ, পর্ক চপ হিলস, দ্যা ল্যারি স্যান্ডার্স শোয়ের মতো জনপ্রিয় ছবি এবং সিরিজে অভিনয় করা এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ক্রস ক্রিক (১৯৮৪) ছবিতে মার্শ টার্নার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন রিপ। এছাড়া দ্য ল্যারি স্যান্ডার্স শো-এ আর্টি চরিত্রে কাজ করে ছয়বার এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি। এরমধ্যে ১৯৯৬ সালে একবার পুরস্কার জেতেন।

বিজ্ঞাপন

রিপ টর্ন ১৯৩১ সালের ৬ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের টেক্সাসের টেম্পলে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

বিদেশি পত্রিকা ও উইকিপিডিয়া অবলম্বনে
সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   অবশেষে একসঙ্গে

.   সৌদি আরবকে পপতারকা নিকি মিনাজের না

.   দুরন্ত টিভির পর্দায় প্রতিদিন সিসিমপুর

.   স্যাক্রেড গেমস টু’র ট্রেইলার প্রকাশ, মুক্তি ১৫ আগস্ট

.   ঈদুল আজহাতেও মুক্তি পাচ্ছে তিন ছবি!


অভিনেতা মারা গেছেন রিপ টর্ন হলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর