Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

স্থপতি মোহামেদ হাদিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী মডেল। মিরান্ডা ভি নামের ওই মডেল দাবী করেছেন একটি অ্যাপার্টমেন্টে তাকে জোরপূর্বক শারীরিক মিলনে বাধ্য করেছিলেন হলিউডের প্রভাবশালী ওই ধনকুবের। মোহামেদ হাদিদ প্রখ্যাত মডেল গিগি ও বেলা হাদিদের বাবা।

অভিযোগে মডেল মিরান্ডা ভি বলেন, ‘পেশাগত কাজে মোহামেদ হাদিদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে গেলে, সেখানে মাতাল অবস্থায় সে আমাকে ধর্ষণ করে।’

মিরান্ডা আরো অভিযোগ করেন, তিনি গত বছর ধর্ষণের বিষয়টিকে জনসম্মুখে প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু হাদিদের পক্ষ থেকে তাকে এটি ‘প্রকাশ না করার চুক্তিতে’ সই করানো হয়।

মিরান্ডা বলেন, ‘আমি এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাকে ভয় দেখানো হয়েছিল এই বলে যে, ধর্ষণের ঘটনা প্রকাশ করলে আমাকে ‘নাই’ করে ফেলা হবে।’

এদিকে মোহামেদ হাদিদ ধর্ষণের ওই অভিযোগ প্রসঙ্গে টুইট করেছেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ অসত্য।’

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর